মেঘালয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বাঙালী ছাত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বাঙালীকে এখন অনেক আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়৷ প্রতি পদে বাঙালীদের নানা প্রকার বাধার সম্মুখীন হতে হয়৷ জীবন ও জীবিকা নির্বাহ দুঃসহ হয়ে ওঠে অনেক সময়৷ 

তবুও নানা প্রতিকূল পরিবেশের মধ্যে একটি এক কামরার ঘরে থেকে শিলং-এর রাস্তায় ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন দেবুলাল নাগ৷ সেখানেও জীবিকা নির্র্বহে  থাবা বসিয়েছে কোভিড-১৯৷ শত দুঃখ কষ্টের মধ্যেও ছেলে দেবরাজকে নিয়ে অনেক আশা দেবুলালের৷ ছেলে শিলং-এর লাবান বেঙ্গলী বয়েজ স্কুলের ছাত্র৷ দেবরাজ এবছরই  উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাণিজ্য বিভাগে ৪৭৪ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে৷ দেবরাজের  আশাতিরিক্ত সাফল্যে খুশি দেবরাজের বাবা-মা ও শিলংবাসী সকল বাঙালী৷