মহাপ্রয়াণ দিবস পালন, অখণ্ড কীর্ত্তন, নারায়ণ সেবা, বস্ত্র বিতরণ ও আনন্দমার্গের বিভিন্ন অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম ঃ বীরভূম জেলার শিউড়ি শহরের আনন্দমার্গ স্কুলে গত ২১শে অক্টোবর তিনঘন্টার অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সকাল ১০টা থেকে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায় করার পরে শিউড়ির ডিট্ এস্ আচার্য্য সৌম্য শুভানন্দ অবধূত ও বোলপুর শহরের শ্রী রামদাস বিশ্বাস বাবার মহাপ্রয়াণ সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে শতাধিক মার্গীভাই ও বোন উপস্থিত থেকে মিলিত আহারে যোগদান করেন৷

ঘাটাল ঃ গত ২১শে অক্টোবর ঘাটালের আনন্দমার্গ ইয়ূনিটের পক্ষ থেকে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনান্তে শ্রী রতন সামন্ত, শ্রী নিমাই সামন্ত, শ্রী জ্যোতির্ময় সামন্ত প্রমুখ আনন্দমার্গের দর্শন, সাধনা বিজ্ঞান ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন৷ এরপর ২০০জন দুঃস্থ মানুষকে বস্ত্র দান করা হয় ও নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

মেদিনীপুর ঃ গত ২১শে অক্টোবর, শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর পাঞ্চভৌতিক শরীর ত্যাগের দিনটিতে আনন্দমার্গীরা মিলিত হয়ে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত অখন্ড কীর্ত্তন করেন৷

এরপর মিলিত সাধনান্তে আনন্দমার্গের আদর্শ, সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত, শ্রী শংকর প্রসাদ কুণ্ডু, শ্রী রঞ্জিত ঘোষ, শ্রী রমেন্দ্রনাথ মাইতি, শ্রীমতী শিপ্রা সাউ প্রমুখ৷

গত ১৭ই অক্টোবর অষ্টমীর দিনেও এখানে অখন্ড কীর্ত্তন ও ধর্মচক্রের আয়োজন করা হয়৷

পাঁশকুড়া ঃ গত ৪ ও ৫ অক্টোবর পাঁশকুড়ার গৌতম জানার বাসভবনে ২৪ ঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ মহামন্ত্রের অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পর ‘কীর্ত্তন মহিমা ও ভক্তিমাহাত্ম্যে’র ওপর বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দগতিময়া আচার্যা, আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত, সুভাস প্রকাশ পাল প্রমুখ৷

বনগাঁ ঃ গত ১৪ই অক্টোবর বনগাঁ আনন্দমার্গ স্কুলে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন ও মিলিত সাধনার পর দুই শতাধিক দুঃস্থ মহিলাকে শাড়ী প্রদান করা হয়৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ আচার্য সর্বানন্দ অবধূত, আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, আচার্য কৃষ্ণেশ্বরানন্দ অবধূত, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও স্থানীয় আনন্দমার্গী নীলকমল বিশ্বাস সহ অন্যান্য আনন্দমার্গী দাদা-দিদি-ভাইবোনেরা৷ ২১শে অক্টোবর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ভৌতিক দেহের মহাপ্রয়াণ উপলক্ষ্যে এখানে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন নারায়ণ সেবার আয়োজন করা হয়৷

কৃষ্ণনগর ঃ গত ৭ই অক্টোবর কৃষ্ণনগর শহরের সৃজনী আবাসনে (রাধানগর) প্রবীণ মার্গী শ্রীগোবিন্দ বিশ্বাস ও শ্রীমতী অর্চনা বিশ্বাসের নিজ বাড়ীতে তাদের নাতনী (অণুময় ও ভারতীর কন্যা) তিষ্যার জন্মদিন উপলক্ষ্যে দুই শতাধিক ভক্ত আনন্দমার্গী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত অবধূতিকা আনন্দ বিভুকণা আচার্যা, আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, ব্রহ্মচারিণী রত্নদীপা আচার্যা প্রমুখের পরিচালনায় মানবমুক্তির মহামন্ত্র ‘বাবানাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত সাধনা, গুরুপূজার পর স্বাধ্যায় করেন প্রবীণ মার্গী শ্রী দেবাশীষ মণ্ডল৷ অনুষ্ঠানে কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত, আচার্য বোধিসত্বানন্দ অবধূত৷ অনুষ্ঠান শেষে সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷ বিকেলে আনন্দমার্গ ইয়ূনিবার্স্যাল রিলিফ টীমের পক্ষ থেকে অণুময় বিশ্বাসের নেতৃত্বে দুঃস্থদের মধ্যে ১০০ প্যাকেট খাবার বিলি করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷

কান্দি ঃ ২১শে অক্টোবর মুর্শিদাবাদের ধনীরামপুর আনন্দমার্গ ইয়ূনিটের তরফ থেকে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পাঞ্চভৌতিক দেহের মহাপ্রয়াণ দিবস উদ্যাপিত হয়৷ এই উপলক্ষ্যে বিশিষ্ট আনন্দমার্গী নরেন্দ্রনাথ বিশ্বাসের গৃহপ্রাঙ্গণে অনুষ্ঠিত ৩ঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তন ও মিলিত সাধনার পর ২০০ জনকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷

l ১৭ই অক্টোবর অষ্টমীর দিন কান্দি আনন্দমার্গ স্কুলে ২০০ জন দুঃস্থ মানুষকে বস্ত্রদান করা হয়৷ উদ্যোক্তারা ছিলেন কান্দি আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য বিশ্বোত্তরানন্দ অবধূত,কৃষ্ণচন্দ্র ঘোষ ও অন্যান্য আনন্দমার্গীরা৷

টাটানগর ঃ পূর্ব সিংভূম জেলার বড়াম ব্লকের মাধবপুর আনন্দমার্গ প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯ ঘটিকা হইতে দুপুর ১২ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখন্ড নাম সংকীর্ত্তনের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকগণ , ছাত্রছাত্রারা ও আনন্দমার্গীগণ অংশগ্রহণ করেন৷

কীর্ত্তন শেষে মহাপ্রয়াণ দিবস-এর তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন সেক্রেটারী শ্রী কিরিটি ভূষণ মাহাত৷

কীর্ত্তন শেষে সকলকে নারায়ণ সেবায় আপ্যায়িত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী ধরণী মাহাত৷

রাণীহাটি ঃ গত ২১শে অক্টোবর মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্তিজীর্ ভৌতিক দেহের মহাপ্রয়াণ স্মরণে রাণীহাটি আনন্দমার্গ স্কুলে হাওড়ার আনন্দমার্গীরা মিলিত হয়ে অখণ্ড কীর্ত্তনে সামিল হন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা ও প্রসাদ বিতরণ হয়৷ অনুষ্ঠানে স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ স্কুলের অধ্যক্ষ আচার্য নিত্যসুন্দর ব্রহ্মচারী, ভুক্তিপ্রধান সুব্রত বিশ্বাস, মহাব্রত দেব, রামকৃষ্ণ দেব সহ অন্যান্য আনন্দমার্গীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন৷

ঠাকুরনগর ঃ গত ২১শে অক্টোবর বনগাঁর ঠাকুরনগরের শিমুলপুরে অবস্থিত নবনির্মিত আনন্দমার্গ স্কুলে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পাঞ্চভৌতিক দেহের মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন ও প্রসাদ বিতরণের পর ৫০ জন দুঃস্থ মহিলাকে শাড়ী প্রদান করা হয়৷ অনুষ্ঠানে আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত, উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস, কুমুদ দাস, রবীন বিশ্বাস সহ স্থানীয় বহু আনন্দমার্গী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন৷

l বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের বাগডোলা গ্রামের অশোক গড়াই -এর (সাহেব) নিজস্ব বাসভবনে ১লা নবেম্বর তিনঘন্টা ব্যাপী অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷ বহু আনন্দমার্গী ভাই-বোন এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷ কীর্ত্তনের পর সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপরে বক্তব্য রাখেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান শ্রী কেশব সিংহ৷