গত ২৯শে জুলাই ২০২১ মধ্যমগ্রাম স্টেশনে অসম-মিজোরাম সীমান্তে মিজো সন্ত্রাসবাদী হামলা, মিজোদের হাতে ৬ অসম পুলিশ খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল ‘আমরা বাঙালী’ সংঘটন৷ কোভিড বিধি মেনে সীমিত সদস্যদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়৷ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্হা, সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, ছাত্র সচিব তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, মোহন অধিকারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ৷ সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে অসম-মিজোরাম সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে কেন্দ্রীয় সামরিক বাহিনী মোতায়েন করতে হবে৷ ২০২০ থেকে বার বার মিজো সন্ত্রাসবাদীরা অসমের কাছাড়ের বাঙালী অধ্যুষিত অঞ্চল দখল করে নেওয়া, বোমা মেরে স্কুল ধবংস করা, মানুষ খুন করার পরেও অসম সরকার মুখে কুলুপ এঁটে বসে আছেন কেন? মিজোরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে চিনের সাথে মিলনের পোস্টার-ব্যানার ফেলার পরেও কেন্দ্রীয় সরকার ভারত বিরোধী মিজো সন্ত্রাসবাদীদের দমন করতে উদ্যত নয়৷ অবিলম্বে ভারত বিরোধী মিজো সন্ত্রাসবাদীদের দমন করতে হবে৷ মিজো সন্ত্রাসবাদীদের হাতে নিহত ৬ অসম পুলিশকে শহীদ আখ্যা ও পরিবারের একজনকে চাকরী দিতে হবে৷ আহতদের সরকারিভাবে যথাযোগ্য শ্রশ্রূষা করতে হবে৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়