লেখক
ত্রিগুণ
গাছের সঙ্গে লতা-পাতা
জলের সঙ্গে মাছ৷
পাখীর সঙ্গে আকাশ বাতাস
বনের মাঝে গাছ৷
পশুর জন্যে বনজঙ্গল
ফুলবাগানে ফুল৷
চাষীর সঙ্গে মাঠের সম্পর্ক
বাঁচে জাতি কুল৷
ফলের সঙ্গে পাখীর সম্পর্ক
দিবানিশি খায়৷
দিনের সঙ্গে রাতের সম্পর্ক
সবাই ঘুমিয়ে যায়৷
আকাশের সঙ্গে পাতালের সম্পর্ক
দিগন্তে রেখায়
হাওয়ার সঙ্গে পাখীর সম্পর্ক
তাই উড়ে বেড়ায়৷
পথের সঙ্গে গাড়ীর সম্পর্ক
ঘুরে ঘুরে যায়৷
নদীর সঙ্গে নৌকার সম্পর্ক
মাঝি নৌকা বেয়ে যায়৷
মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক
জীবনে মরণে
মনের সঙ্গে মনের মিলন
ভালবাসার কারণে
মনের সঙ্গে আত্মার মিলন
সাধন ভজন তরে
আত্মার সঙ্গে পরমাত্মার মিলন
মোক্ষমুক্তি তরে৷
- Log in to post comments