মিলন তীর্থ

লেখক
রামদাস বিশ্বাস

যদি পৃথিবীতে একটিই জাতি হ’ত

তার নাম মানুষ জাতি,

বল কার কত ক্ষতি হ’ত

দূর হলে রক্তের মাতামাতি৷

বাজতো না যুদ্ধের দামামা

অযথা অস্ত্রের ঝনৎকার,

কোট কোটি ডলার রুবেল টাকা

ব্যয় হ’ত না ভরা কোষাগার৷

অনাহারে রোগে ভুগে মরত না কেউ

অর্থের অভাবে রোগ-যাতনায়,

ভালবাসা কাঁটাতারে মরত না কেঁদে

প্রিয়-বিরহ-ভাবনায়৷

মানুষ পাখীর মতো উড়ে যেতো

বিদেশে বাঁধাহীন নির্বন্ধন,

স্বদেশ-বিদেশ ভেদ মুছে যেত

থাকতো না বিচ্ছেদ বেদনা ক্রন্দন৷

বর্ণবিদ্বেষ ধর্মান্ধতা ছেড়ে

হ’ত এক অভিন্ন মানব জাতি,

এক প্রীতি বন্ধনে সবাই মিলে

আনন্দে মিলে মিশে হ’ত মাতামাতি৷

মানুষ মানুষ ভাই ভাই নাই ছোট বড়ো

আমাদের আজ শুধু এই পরিচয়,

আমরা আমাদের তরে কাজ করে যাবো

অন্যথা যেন নাহি হয়৷

শুধু তাই নয় ধরা পরে যত পশু-পাখি

জীবজন্তু আর বৃক্ষলতা,

সবাই সবারই আপন সবার সাথে

প্রীতিডোরে বাঁধা আত্মীয়তা৷