আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির কেন্দ্রে ক্ষমতায় আসবে কিনা, তা ফাইন্যাল হবে৷ বর্তমানে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে সেমিফাইন্যাল৷ ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান ও তেলেঙ্গানা--- এই ৫টি রাজ্যের নির্বাচনী ফলাফলেই মোটামুটি বোঝা যাবে বিজেপির সম্ভাবনা কেমন? তবে বিজেপি’র যে অত্যন্ত খারাপ অবস্থা বিভিন্ন প্রাক্নির্বাচনী সমীক্ষা এই বার্র্তই দিচ্ছে৷ এই বিধানসভাগুলির নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ১২ নবেম্বর৷
আগামী ১১ই ডিসেম্বর সবগুলি বিধানসভার নির্বাচনী ফলাফল জানা যাবে৷ বিজেপি’র বন্ধুরা অর্থাৎ আর এস এস, বিশ্ব হিন্দু পরিষদ প্রভৃতি এখন অযোধ্যায় রামমন্দির নিয়ে দারুণ হৈ-চৈ শুরু করে দিয়েছে৷
এই রামমন্দির সেণ্টিমেন্টকে হাতিয়ার করে আগামী লোকসভা আসনে বিজেপি’র জয়কে সুনিশ্চিত করতে চায়৷ তাই, এতদিন চুপচাপ থাকার পর ঠিক নির্র্বচনের আগেই রামমন্দির নিয়ে হাল্লা শুরু করে দিয়েছে৷ তারা দাবী করছেন, সুপ্রিমকোর্টের রায়ের জন্যে বসে না থেকে অর্ডিন্যান্স জারী করে রামমন্দির গড়া শুরু করে দেওয়া হোক৷
জনগণের এই আবেগকে মূলধন করে বিজেপি’কে ক্ষমতায় আনার এই পরিকল্পনা বুমেরাং হবে না তো! ঈশান কোনে এই আশঙ্কার কালো মেঘও দেখা দিচ্ছে৷