মণিপুরের মুখ্যমন্ত্রীর উক্তি অখণ্ডতার পরিপন্থী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৪ঠা মার্চ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কাছাড় জেলার সোনাই লাসার গ্রামে বিশ্বমৈত্রী (মণিপুরী) সম্মেলনে এসে মণিপুর ছাড়া অন্যান্য অঞ্চলে বসবাসকারী মণিপুরীদের মণিপুরে ঢুকতে কোনও ইনারলাইন পাস লাগবে না বলে ঘোষণা করেন৷ ‘আমরা বাঙালী’ অসম রাজ্য কমিটি এর তীব্র নিন্দা করে৷ কমিটির রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন মণিপুরে ঢোকার ইনার লাইন পাস শুধুমাত্র বাঙালীদের জন্যেই করা হয়েছে---মুখ্যমন্ত্রীর কথায় এটাই স্পষ্ট৷ একজন মুখ্যমন্ত্রীর এই ধরণের সাম্প্রদায়িক ও জাতিয়তাবাদের পরিপন্থী উক্তি দেশের অখণ্ডতাকে বিপন্ন করতে পারে৷

অতীতে আমরা দেখেছি জিবিরাম জেলায় তাকুরাডর গ্রাম থেকে বাঙালী বিদ্বেষী মণিপুরী উগ্রপন্থীরা বাঙালীদের সমস্ত রকম কাগজপত্র থাকা সত্ত্বেও সরকারী মদতে ঘরবাড়ী জ্বালিয়ে উচ্ছেদ করেছিল৷ উদ্বাস্তু হয়ে লছিমপুরে এসে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল ওই বাঙালীদের৷ ওরা আর মণিপুরে ফিরে যায়নি৷ ওদের বাড়ীঘর দখল করে বাঙলাদেশ থেকে আসা মণিপুরীদের বসিয়ে দেওয়া হয়েছে৷ বর্তমান প্রক্রিয়ায় ভিন্ন দেশ থেকে আসা মণিপুরীরা বিনা বাধায় মণিপুরে প্রবেশ করবে৷

অতীত ইতিহাস বলছে মণিপুরের জিরিভেলি অর্থাৎ জিরিবাম, কাছাড়ি রাজার রাজত্বে অন্তর্ভুক্ত ছিল৷ এসব অঞ্চলের বাঙালীদের বসবাস ইতিহাস স্বীকৃত৷ তাই বরাক উপত্যকার লোকদের জিরিবাম পর্যন্ত বিচরণ  করার অধিকার স্কীকৃত৷ ‘আমরা বাঙালী’র দাবী অবিলম্বে মণিপুরে ইনার লাইন পারমিট বাতিল করা হোক৷