মোহনপুরে প্রাউট তত্ত্বসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরে প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের স্থানীয় শাখার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান সামাজিক-অর্থনৈতিক সঙ্কট ও পরিত্রাণের পথ৷ উক্ত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষিত যুবক ও বুদ্ধিজীবী বিশিষ্ট জনেরা৷

দেশীয় অর্থনীতির অবক্ষয় ও তার থেকে উত্তরণে প্রাউট তত্ত্বের প্রয়োগের ওপর আলোকপাত করেন বিশিষ্ট প্রাউট তাত্ত্বিক সৌমিত্র পাল৷ তিনি বলেন বর্তমান অর্থনৈতিক সংকটের কারণ পুঁজিবাদ নিয়ন্ত্রিত কেন্দ্রীত অর্থনীতি৷ একমাত্র প্রাউটের বিকেন্দ্রীত অর্থনৈতিক পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে এই সংকট থেকে বেরিয়ে আসা যাবে৷ এর জন্যে প্রয়োজন গোটা দেশে কতকগুলি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা৷ এই অঞ্চলগুলিতে প্রতিটি সাধারণ মানুষের জীবন ধারণের নূ্যনতম প্রয়োজনগুলি যেমন---অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও আশ্রয়ের সু ব্যবস্থা থাকবে৷ অর্থনৈতিক পরিকল্পনা ব্লক স্তর থেকে তৈরী করতে হবে৷ তাতে সাধারণ মানুষের হাতে অর্থনৈতিক ক্ষমতা আসবে৷ এই ভাবেই অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ও শোষণমুক্ত সমাজ গড়ে উঠবে৷