লেখক
জীতেন্দ্র নাথ মণ্ডল
মোরা সবাই পথের পথিক চলছি পথেতে৷
পথেই মোরা সখাসখি,খেলছি খেলা কত যে কি,
কেউ চলে যায় দিয়ে ফাঁকি, হারায় অজানাতে৷
মোদের পথেই মিলন, কত হাসি কত কাঁদন৷
এই পথেতে জীবন মরণ বহে কালের স্রোতে৷
চলছি চলছি চলছি মোরা, পথের নাইকো শেষ৷
ক্লান্ত হয়ে হই যে ক্ষান্ত, আসে ঘুমের আবেশ৷
কোন সে বঁধুর মাতানো সুর প্রাণে জাগায় গন্ধ মধুর
ঘুম যে ভাঙায় চলার নেশাতে৷
পথ পেয়েছি আঁধার আলো ভরা
দেখছি শোভন সুরভি গন্ধে মন মাতন,
সুরের ছন্দে কত যে নাচন
কত আলাপন প্রীতি বন্ধন দ্বারা৷
সুমুখ পানে চলেছি টানে, ঘরের রাজার প্রেম স্পন্দনে
অসীম কোলেতে ৷
- Log in to post comments