মরণ বাঁচন

লেখক
জয়দেব বিশ্বাস

আমি রূপের গাঙ্গে সাঁতার দিয়ে

    ভাটির টানে উজান যাব

আমি জীবন-তারণ বাতাস ছঁুয়ে

    মরণ-বায়ে শীতল হব৷

ভীষণ যখন বিষম হয়ে

    করবে তারা পিছন পানে,

কিংবা জীবন তরীর ছিদ্র পথে

    ছলকে জল ভরবে বানে---

তখন আমি মাঝ দরিয়ায

    কূলের পানে সাঁতারির,

নৌকা-হারা সেঁউতি বুকে

    বাবা নামেরই পরশ নেব৷

তবু জানি হারব নাকো

    থাকব আমি সবার মাঝে

ঘাসের ফুলে তরুর মূলে

    মানব-কুলে সকাল সাঁঝে৷

রক্ষা করবে কে?