ম্যারাথন নির্বাচন ও মানুষের নির্বুদ্ধিতায় করোনার করাল গ্রাসে বাঙলা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও করোনা ভয়াল রূপ ধারণ করছে৷ ১৫ই এপ্রিল পর্যন্ত সারা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দু-লাখ ছুঁই ছুঁই৷ পশ্চিমবঙ্গেও দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ হাজার স্পর্শ করেছে৷ চিকিৎসকদের আশঙ্কা দেশজুড়ে অতিমারির দ্বিতীয় সংক্রমণ ভয়ঙ্কর চেহারা নেবে৷

পশ্চিমবঙ্গেও দৈনিক সংক্রমণ আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ কেন্দ্রীয় শাসকদলের মর্জিমাফিক চলতে গিয়ে করোনার বিড়ম্বনা আরও  বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন৷ এমনটাই বিরোধীদের অভিযোগ৷ মুখমন্ত্রী প্রশ্ণও তুলেছেন--- করোনার মধ্যে আটদফার নির্বাচন কেন? শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিরপেক্ষ নির্বাচন করতে এত দীর্ঘ সময় ধরে ভোট, এত বিশাল কেন্দ্রীয় বাহিনী সবই ভস্মে ঘি ঢালা হয়েছে৷ এতসবের পরেও যেভাবে নির্বাচন কমিশন খেয়াল খুশিমত বুথ এজেন্ট নিয়োগের নিয়ম বদলে, প্রচারের সময় পাল্টে তুঘলগিপণা করছে তাতে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিয়েই প্রশ্ণ উঠছে৷ পক্ষপাতিত্বের অভিযোগ বাহিনীর বিরুদ্ধেও৷ শীতলকুচিতে অকারণে গুলি চালিয়ে চারজন নাগরিককে খুন করেছে সেনাবাহিনী৷ বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় শাসকদলের ইচ্ছার দাস নির্বাচন কমিশন৷ শাসকদলের নির্দেশেই একের পর এক অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচন কমিশন৷

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বহিরাগতরা এসে  করোনা বাড়িয়ে পালিয়ে যাচ্ছে৷ তিনি জনগণের উদ্দেশ্যে বলেন---একটু সাবধানে থাকবেন৷ সারা দেশে করোনা বাড়ছে বাইরে থেকে লোক আসছে৷ মুম্বাই, দিল্লী, গুজরাট থেকে কেউ বাগডোগরা, কেউ দমদম কেউবা অন্ডালে নাবছেন প্লেন থেকে৷ এতে করোনা ছড়িয়ে পড়ছে৷

বাঙালী ছাত্র-যুবসমাজের নেতা তপোময় বিশ্বাস বলেন--- সারা দেশের সামনে বাঙালীর ভাবমূর্তি কালিমা লিপ্ত করতে, বাঙলাকে হেয় করতে বাঙালী বিদ্বেষী কেন্দ্রীয় শাসক দলের নির্দেশে চলছে নির্বাচন কমিশন৷ ব্যষ্টিত্বহীন নির্বাচন কমিশনের জন্যই গণতন্ত্র রক্তাক্ত করোনাক অতি সংক্রমণ৷ তিনি রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার জন্যেও নির্বাচন কমিশনকেই দায়ী করেন৷ তিনি বলেন রাজ্যে আট দফা নির্বাচনের কোন প্রয়োজন ছিল না৷ যত দফার নির্বাচন তত বেশী অশান্তি, তত বেশী সংক্রমণ৷ বাঙলাকে গ্রাস করার শাসকদলের দুর্বুদ্ধি ও সাধারণ মানুষের নির্বুদ্ধিতার কারণে রাজ্যে করোনা ভয়ালরূপ নিতে চলেছে৷ বোট শেষ হলে নির্বাচন কমিশন পরিযায়ী নেতারা কেউ আর বাঙলার খোঁজ নেবে না৷ অবহেলিত বাঙলা করোনায় জর্জরিত হয়ে পড়বে৷

বাতিল পরীক্ষা ঃ করোনার দ্বিতীয় ঢেউ ভয়াল রূপ নেওয়ায় সিবিএসসি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল করে দেয়৷ উচ্চমাধ্যমিক পরীক্ষাও আপাতত স্থগিত৷ আগামী জুন মাসে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷