সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ঠা অক্টোবর ‘আমরা বাঙালী’ উত্তর ২৪ পরগণা জেলাকমিটির পক্ষ থেকে উত্তরপ্রদেশের ‘হাতরসে’ নারী নির্যাতন ও কর্ষক আইনের প্রতিবাদে এক বিক্ষোভ সভা করা হয়েছিল৷ এই বিক্ষোভ সভায় যোগী আদিত্যনাথের প্রতিকৃতিতে কালি লেপন করে দেয় ‘আমরা বাঙালী’রকর্মীবৃন্দ, পরে তার কুশপুত্তলিকাও দাহ করে৷
বিক্ষোভ সভায় বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে কৃষিআইনের বিরোধিতা করে বলেন--- এই আইন কর্ষকদের কোন স্বার্থরক্ষা করবে না৷ বরং এই আইনের দ্বারা কর্ষকদের পুঁজিপতি হাঙরদের মুখের সামনে ফেলে দেওয়া হয়েছে৷ তারা হুঁশিয়ারি দিয়ে বলেন---এই আইন কোনোমতেই পশ্চিমবঙ্গে চালু করা যাবে না৷ উক্ত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য জয়ন্ত দাশ, ছাত্রযুব সমাজের সচিব তপোময় বিশ্বাস প্রমুখ৷