সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গতকাল ৯ই জানুয়ারী বিকেলে অবৈধ বাজি কারখানার বাজি ও মশলাকে একত্র করে খোলা মাঠে পুড়িয়ে নষ্ট করার কাজ করছিলেন স্থানীয় প্রশাসন পুলিশ সহ স্থানীয় মানুষজন৷ প্রায় নষ্ট হওয়া পুরোনো পরিত্যক্ত বাজিগুলি আগুনে পড়া মাত্র প্রচণ্ড আওয়াজ সহকারে ফেটে যায়৷ আওয়াজের তীব্রতা এত বেশী ছিল যে তা বিস্ফোরণের আকার নেয়৷ সূত্রের খবর গঙ্গার ওপারের অনেক বাড়ী বিস্ফোরণের পরপরই কেঁপে ওঠে৷ কয়েকটি বাড়ী ক্ষতিগ্রস্তও হয়৷ সেই কারণে প্রশ্ণ উঠেছে যে বাজির মশলাগুলি শুধু সাধারণ বাজির মশলা ছিল কি, নাকি বোমা তৈরীর মশলাও তাতে সঞ্চিত ছিল৷ তাই বিস্ফোরণ ও তার তীব্রতা এত বেশী৷ তবে স্বস্তির কথা এই যে, দু-একজন সামান্য আঘাত প্রাপ্ত হলেও হতাহতের কোন খবর নেই৷