লেখক
প্রণবকান্তি দাশগুপ্ত
নববর্ষের প্রত্যুষে আজ আমি
করজোড়ে নতজানু
এই বর মাগি, ধরি চরণ দু’টি---
এ জীবন হতে নোতুন জীবনে
ফের যেন জেগে উঠি৷
তোমার মন্ত্রে হব নবজাত
তোমার আশীর্বাদী আলোকে হবো শুদ্ধস্নাত৷
জন্ম-মৃত্যু দুইয়ের কাল সীমায়
অন্তত এক অন্তবর্তী জীবন দাও আমায়৷
আমারে করো তোমার ভূমা মনের মনসিজ
মৃত্যুরে বন্ধক রেখে তোমার চরণে
তোমারই বরে হবো আমি দ্বিজ৷
তোমার তো কিছুই নয় অসাধ্য
তোমার ধর্মে তোমার কর্মে
আমারে করো বাধ্য৷
- Log in to post comments