লেখক
সুপর্ণা মজুমদার
পূর্ব গগণে উঠেছে অরুণ
তরুণ ভারত জাগো,
ঘুমিয়ে থেকো না অলস নিদ্রায়
একতার ছবি আঁকো৷
দেশকে যারা করেছে খণ্ড
অন্তর কলহ দ্বন্দ্বে,
চিহ্ণিত কর তাদের তোমরা
হাত রেখে সহদর স্কন্ধে৷
স্বার্থের তাগিদে দেশকে যারা
শোষণ করে তিলে তিলে,
কালিমার টিকা এঁকে দাও তোমরা
তাদের কপোল তলে৷
ধবজা উড়িয়ে যারা মায়ের
স্বাধীনতার গান গায়,
তাদের শাসনে জনতা এখনও
পরাধীনতার গ্লানি বয়৷
সকল বাধা বেড়াজাল ভেঙ্গে
এগিয়ে আবার যাও,
অন্ধকারকে চুরমার করে
দেশের কালিমা ঘুচাও৷
ধর্ম জাতির ভেদাভেদগুলো
নিঃশ্বেষ করে দাও
মানব ধর্মের পথে চলে
স্বাধীন সমাজ গড়ে নাও৷
- Log in to post comments