গত ৭ই এপ্রিল শিমুরালী আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যার উদ্যোগে ও বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দের অকুন্ঠ সহযোগিতায় বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাড়ম্বরে অনুষ্ঠিত হল৷
বিদ্যালয়ের ছাত্রাবৃন্দ সংগচ্ছধং--- মন্ত্র আধারিত উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে৷
অনুষ্ঠান মঞ্চে আসনগ্রহণ করেন সম্মানীয় প্রধান অতিথি আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য তথা রেণেশাঁ আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের সেক্টোরিয়াল সেক্রেটারী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, বিশিষ্ট অতিথি সেক্টোরিয়াল ইউমেনস্ ওয়েলফেয়ার সেক্রেটারী অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্য, বিশেষ অতিথি কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বেশ্বরানন্দ অবধূত, কৃষ্ণনগর ডায়োসিস সচিব (এল)) অবধূতিকা আনন্দ সুধাকল্পা আচার্যা, প্রশান্ত দত্ত, আশিস বসু, ডাঃ নিখিলচন্দ্র দাস, সেন্ট্রাল মাষ্টার ইউনিট সেক্রেটারী (এল) অবধূতিকা আনন্দ অনুপমা আচার্যা, ডাঃ উপেন বিশ্বাস প্রমুখ৷
মহান দার্শনিক শিক্ষাগুরু শ্রী প্রভাতরঞ্জন সরকারের প্রতিকৃতিতে অতিথিবৃন্দ মাল্যদান করার পর অতিথিবৃন্দকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রা কর্তৃক পুষ্পস্তবকে বরণ করা হয়৷
এরপর বিগত বছরে যেসব ছাত্রছাত্রা শ্রেণীর শেষ পরীক্ষায় ১ম, ২য়,৩য় স্থান লাভ করেছে, অতিথিবৃন্দ তাদের হাতে পুরষ্কার তুলে দেন৷
প্রধান অতিথি আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, বক্তব্য রাখতে নিয়ে বলেন, আনন্দমার্গ শিক্ষা ব্যবস্থা নব্যমানবতাবাদী শিক্ষা৷ এই শিক্ষাব্যবস্থা মূলত তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে৷
বিশ্বৈকতাবাদ---নব্যমানবতাবাদ--- আধ্যাত্মিকতা৷ এই শিক্ষাব্যবস্থায় আধ্যাত্মিকতা ছাত্র-ছাত্রাদের শৈশব কাল থেকে মনোসংযোগ, শৃঙ্খলাবোধ মানবিক মূল্যবোধে প্রতিষ্টিত করে৷
অনুষ্ঠানে বিদ্যালয়ে ছাত্রাছাত্রবৃন্দ-ছড়া, ছড়া অবলম্বনে নৃত্য, বাংলা, ইংরেজী ও সংসৃকত ভাষায় আনন্দবাণী পাঠ, ছাড়াও প্রভাত সঙ্গীত---(১) তুমি রূপে ভূবন আলো করা ’’ (২) ইংরেজী প্রভাতসঙ্গীত ‘ This life is for him’’ (৩) বরষা এসেছে নিপনিকুঞ্জে---(৪) রাতের বেলায় সবাই ঘুমায়, (৫) তুমি নাহি এলে---আধারিত প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য ও অতিথি শিল্পী দেবদত্তা দাস প্রভাতসঙ্গীত ‘তুম হো মে কৃষ্ণ’ অবলম্বনে নৃত্য পরিবেশন করেন৷
সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রা পরিবেশিত ‘গীতিনাট্য’--- ‘বাটারফ্লাই’ নাটকটি মঞ্চস্থ হয়৷ বিদ্যালয়ে অভিভাবক বিশিষ্ট অতিথি অভ্যগত সহ পাঁচশতাধিক দর্শক অনুষ্ঠানে উপস্থিত থেকে অতিথিশিল্পী দেবদত্তার নৃত্যসহ ছাত্র-ছাত্রাদের সুন্দর পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন৷
অনুষ্ঠানে অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্যা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গৌরাঙ্গ ভট্টাচার্য৷