গত ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে কলকাতার প্রেস ক্লাবে অল ইণ্ডিয়ার লিগ্যাল এইড ফোরামের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে৷ দাবী করা হয়েছে নেতাজী প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি আত্মস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু৷
অল ইণ্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক অইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় প্রেস ক্লাবে বলেন, ১৯৪৬ সালে আজাদ হিন্দ সরকারের ৭২ কোটি টাকার সম্পত্তি, সোনা, গহনা প্রভৃতি নেহেরু ও মাউণ্ট ব্যাটেন মিলে ভাগাভাগি করে নিয়েছে৷ শ্রীমুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করেন, আজাদ হিন্দ সরকারের এই সম্পত্তি কী হ’ল---সে ব্যাপারে বিচার-বিভাগীয় তদন্ত হোক৷ তিনি বলেন এই সম্পদ সুইস ব্যাঙ্কে রাখা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হোক৷
এই সংঘটনের পক্ষ থেকে দাবী---১৯৪৩ সালে ২১শে অক্টোবর নেতাজী আজাদ হিন্দ সরকার গঠন করলে পৃথিবীর ৬টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়৷ এই সরকারের হাতে জাপান সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দ্বীপপুঞ্জ হস্তান্তরিত করেছিল৷ তার মধ্যে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷
শ্রীজয়দীপবাবু কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করেন ২১শে অক্টোবরকে ভারতের প্রথম স্বাধীনতা দিবস, আজাদ হিন্দ সরকারকে ভারতের প্রথম স্বাধীন সরকার ও নেতাজী সুভাষচন্দ্র বসুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সরকারীভাবে স্বীকৃতি দেওয়া হোক৷