নেহেরু-মাউণ্ট ব্যাটেনের কুকীর্ত্তি: আজাদ হিন্দ সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের ৭৫ বর্ষপূর্ত্তি উপলক্ষ্যে কলকাতার প্রেস ক্লাবে অল ইণ্ডিয়ার লিগ্যাল এইড ফোরামের পক্ষ থেকে এক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে৷ দাবী করা হয়েছে নেতাজী প্রতিষ্ঠিত আজাদ হিন্দ সরকারের বিপুল পরিমাণ সম্পত্তি আত্মস্যাৎ করেছেন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু৷

অল ইণ্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক অইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় প্রেস ক্লাবে বলেন, ১৯৪৬ সালে আজাদ হিন্দ সরকারের ৭২ কোটি টাকার সম্পত্তি, সোনা, গহনা প্রভৃতি নেহেরু ও মাউণ্ট ব্যাটেন মিলে ভাগাভাগি করে নিয়েছে৷ শ্রীমুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করেন, আজাদ হিন্দ সরকারের এই সম্পত্তি কী হ’ল---সে ব্যাপারে বিচার-বিভাগীয় তদন্ত হোক৷ তিনি বলেন এই সম্পদ সুইস ব্যাঙ্কে রাখা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হোক৷

এই সংঘটনের পক্ষ থেকে দাবী---১৯৪৩ সালে ২১শে অক্টোবর নেতাজী আজাদ হিন্দ সরকার গঠন করলে পৃথিবীর ৬টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়৷ এই সরকারের হাতে জাপান সরকার দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দ্বীপপুঞ্জ হস্তান্তরিত করেছিল৷ তার মধ্যে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৷

শ্রীজয়দীপবাবু কেন্দ্রীয় সরকারের কাছে দাবী করেন ২১শে অক্টোবরকে ভারতের প্রথম স্বাধীনতা দিবস, আজাদ হিন্দ সরকারকে ভারতের প্রথম স্বাধীন সরকার ও নেতাজী সুভাষচন্দ্র বসুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সরকারীভাবে স্বীকৃতি দেওয়া হোক৷