‘নেতাজীর আদর্শকে  অনুসরণ করতে হবে’

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

শিলচর ঃ অসমের  করিমগঞ্জ জেলার নন্দীগ্রামে নেতাজী সেবা সংঘে গত ২৩শে জানুয়ারী  নেতাজী  জয়ন্তী অনুষ্ঠানে আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত ও আচার্য শুভ্রজ্যোতিষানন্দ অবধূত আমন্ত্রিত হয়েছিলেন৷ আচার্য বিশ্বমিত্রানন্দ অবধূত তাঁর ভাষণে  বলেন, নেতাজী ছিলেন একাধারে সাধক ও সৈনিক৷ সাধনার মধ্যদিয়ে  তিনি আত্মশক্তির  জাগরণ ঘটিয়েছিলেন ও সেই শক্তিতে দেশবাসীর কল্যাণে লাগিয়েছিলেন৷ আচার্য শুভ্রজোতিষানন্দ  অবধূত বলেন, আজকের  তরুণ যুবাদের  নেতাজীর  আদর্শকে সামনে রেখে এগুতে  হবে৷ যুগপৎ সাধনা ও সমাজকল্যাণকে  জীবনের  আদর্শ হিসেবে গ্রহণ  করতে হবে৷ আর এটাই হবে নেতাজীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের  প্রকৃষ্ট উপায়৷