হতে পারি আমি স্বাদে বেজায় তিক্ত
তবু আমারে দেখিয়া হয়োনা তোমরা ক্ষিপ্ত,
জন্ম থেকেই জন-হিতার্থে লিপ্ত
সেই ভাবনায় কল্যান কাজে উদ্দীপ্ত৷
স্বাদ-পরিবারে মোরা পাঁচটি ভাই
মিষ্টি, নোনতা, ঝাল, অম্ল ও তিক্ত,
জনপ্রিয়তায় নাই মোর কোনো ঠাঁই
কিছু লোকে কয় অকথ্য অতিরিক্ত!
শিশুরা আমায় দেখেনা সুনজরে
তাদের কাছে চিরকাল আমি ব্রাত্য,
শৈশব থেকে যৌবনে পা দিলে
তারাই প্রচার করে আমার মাহাত্ম!
‘‘সূক্তো’’ দিয়ে দুপুরের প্রিয় আহার
‘‘নিম’’ যার এক অপরিহার্য উপাদান,
নিম-বেগুনের মনি-কাঞ্চন যোগ
গুনি জনে দেয় তার যোগ্য সম্মান৷
ঔষধি বৃক্ষ কেহ কেহ মোরে বলে
বাকল, পত্র, মূল, ফুল আর ফলে,
মানব সেবায় নিয়োজিত আজও আছি,
বহুযুগ ধরে তোমাদের কাছাকাছি৷
মানুষ আমারে চিনে নেয় ধীরে ধীরে
কিছু পরে হই তাদের কাছে স্বীকৃত,
চিকিৎসা বিদ্যায় বহু আগে মেলে ঠাঁই
আয়ুর্বেদ শাস্ত্রে অতীতেই পরিচিত৷
এখন আর আমি নয় শুধু বঙ্গে
বাড়ায়েছি হাত দেশ হতে দেশান্তরে,
জনপ্রিয়তায় আমিও এখন তুঙ্গে
সমাদৃত আমি তোমাদের ঘরে ঘরে৷
- Log in to post comments