নীটের প্রসপেক্টাসে বাংলা নেই, ক্ষুব্ধ ‘আমরা বাঙালী’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মুখে যতই বাঙলা প্রেম দেখাক বিজেপির রক্তে বাঙালী বিদ্বেষের বীজ লুকিয়ে আছে৷ ১৮ সাংসদ দিল্লী গিয়ে হিন্দীর দাস হয়ে বসে থাকেন৷ বাঙলার প্রতি বঞ্চনারপ্রতিবাদে একটা কথাও বলেন না৷ নীটের প্রসপেক্টাস অসমীয়া, ওড়িয়া ভাষায় প্রকাশ হচ্ছে অথচ বাঙলায় হয় না৷ এরপর কোন বিজেপি নেতা বাঙলার উন্নয়ন নিয়ে কোন কথা বললে মুখে আলকাতরা লেপে দেওয়া উচিত৷ নীটের প্রসপেক্টাসে বাংলা না থাকায় এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব বকুল রায়৷

এ বছর নীট (ন্যাশনাল এণ্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট) এর ছাত্র-ছাত্রাদের জন্যে যে প্রসপেক্টাস প্রকাশ করেছে তাতে সাতটি ভাষা আছে কিন্তু বাংলা নেই৷ এই নিয়ে ছাত্রছাত্রা, অভিভাবক, অভিভাবিকাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে৷

আমরা বাঙালীর কেন্দ্রীয় কমিটির আর এক সদস্য জয়ন্ত দাশ ব্যাঙ্গের সুরে বলেন নীটের কর্মকর্তারা যে ধরণের সংস্কৃতিতে অভ্যস্ত তারা সেই সব ভাষাই পছন্দ করে৷ বাংলা ভাষার মর্ম ওদের মগজে ঢুকবে না৷

শেষ খবর পাওয়া যায় প্রবল চাপের মুখে পড়ে ও বাঙলায় বিক্ষোভের আঁচ পেয়ে এন.টি.এ. বাংলাতেও প্রসপেক্টাস প্রকাশ করছে৷