নিউব্যারাকপুরে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮,২৯, ৩০শে জুন নিউব্যারাকপুরে আনন্দমার্গের ত্রিদিবসীয় সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে  উপস্থিতির  হার ছিল ১০০এরও বেশি৷ সেমিনারে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন আচার্য চিতিবোধানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দচিতি সুধা আচার্যা৷  আচার্য চিতিবোধানন্দ অবধূত ‘সামাজিক মূল্য ও মানবিক  মৌলনীতি’, ‘আনন্দপ্রাপ্তির পথ’ ও আদর্শ সংবিধানের  জন্যে প্রয়োজনীয়  উপাদান’-এর ওপর আলোচনা করেন৷ অবধূতিকা  আনন্দ চিতিসুধা  আচার্র্যর  আলোচ্য বিষয় ছিল ‘ষড়দোষা পুরুষেণেহ হন্তব্যাঃ৷ তিনি বলেন যারা উন্নতি চান তাদের ৬টি দোষ ত্যাগ  করতে হবে৷ এই ৬টি দোষ হ’ল অতিরিক্ত নিদ্রা, তন্দ্রা, ভয়, ক্রোধ, আলস্য ও দীর্ঘসূত্রতা৷

আচার্য চিতিবোধানন্দ অবধূত তাঁর বক্তব্যে আজকের সমাজের বিভিন্ন সমস্যা ও আনন্দমার্গের আধ্যাত্মিক ও সমাজ দর্শনের  মাধ্যমে ওই সমস্ত  সমস্যার  সমাধানের  উপায় বলেন৷

২৯ তারিখে  প্রবল বৃষ্টির  জন্যে আনন্দমার্গের  শোভাযাত্রার কর্মসূচী বাতিল হলেও বৃষ্টির পর শহরে কীর্ত্তন পরিক্রমার আয়োজন করা হয়৷

এই সেমিনারের ব্যবস্থাপনায় মুখ্য দায়িত্বে ছিলেন ডায়োসিস সেক্রেটারী আচার্য বিশ্বগানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস৷