নিউজিল্যাণ্ডের মাটিতে ৩-০-তে এগিয়ে গেল ভারত

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্ব ক্রিকেটে ভারত এখন বাঘ৷ যে কোন দলের বিরুদ্ধে, যে কোন ফরম্যাটে, বিশ্বের যে কোন মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ জেতা বেশ কঠিন৷ শুমাত্র ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল ও সম্প্রতি দেশে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ৫০ ওভারের ম্যাচ ছাড়া ভারতের হার হয়েছে এমন ম্যাচ কোথায়? ব্যাটিংয়ে হয় রোহিত, নয় বিরাট নয়তো বা রাহুল দাঁড়িয়ে যাচ্ছেন পীচে৷ এছাড়া কয়েকজন চৌকস জুনিয়র খেলোয়াড়ও দলে রয়েছেন৷ রিজার্ভ বেঞ্চে রয়েছেন বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার৷ দেশের মাটিতে প্রথম অষ্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি বিশ্রিভাবে হারার পরও অষ্ট্রেলিয়া সিরিজ জিততে পারল না৷ পর পর দুটো ম্যাচে হার মানতে হ’ল তাদের৷ এরপর নিউজিল্যাণ্ড সফরে এসে প্রথম টি-২০ ম্যাচে সহজ উইকেটে ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২০০ রানের গণ্ডি অতিক্রম করেছিল কিউয়িরা৷ কিন্তু ১৯ ওভারেই সেই রান অতিক্রম করল ভারত৷ এর পরের ম্যাচটিতে বিপক্ষকে তো দাঁড়াতেই দেয়নি টীম ইণ্ডিয়া৷ তৃতীয় টি-২০-তে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ শেষমেষ টাই হয় ২০ ওভারের খেলায়৷ সুপার ওভারে ভারতই শেষ হাসি হাসল৷ সিরিজ এখন ৩-০৷ আরও দুটি টি-২০ ম্যাচ বাকী৷ অর্থাৎ দেশে বা বিদেশে ভারত এখন সব দলের কাছেই ত্রা৷৷ দলে বুমরার অন্তর্ভুক্তি হওয়ার ভারতীয় বোলিং ব্রিগেড যথেষ্ট ব্যালান্সড্৷ তাই ভারতীয় ক্রিকেট দল এখন স্বপ্ণের খেলা খেলছে৷ আগামী টি-২০ বিশ্বকাপে ভারত ভাল ক্রিকেট উপহার দেবে৷