লেখক
অনির্বাণ
নববর্ষ এলো আজি নবীনের বেশে
বাতাসে রয়েছে শুধু নোতুনের ডাক
আকাশে গৈরিক ছটা তপ্ত ধূলা ওড়ে
তার সাথে শেষ হ’ল চৈত্রের সাধ৷
পুরোনো বিদায় নিল নোতুনকে ডেকে
এল রে নোতুন দিন নোতুন পসরা নিয়ে
বইতে হবে না আর পুরোনো ক্লান্তির বোঝা
বিগত না পাওয়ার ব্যথা দিল ভুলিয়ে৷
ঐক্যমন্ত্রের ভাবনা নিয়ে নোতুনের সাজে
সত্য-শিব-সুন্দরের ধবজা তুলে ধ’রে
ভাল হোক মন্দ হোক সবকিছু ভুলে
সবাইকে বাঁধতে হবে প্রীতি-রাখী ডোরে৷
হাত হাত ধ’রে সবে চলো এগিয়ে
সুখে দুঃখে বেদনায় আনন্দ-উৎসবে
একের ধ্যান করে এক মনপ্রাণে
নোতুন পৃথিবী আজ গড়ে নিতে হবে৷
- Log in to post comments