নোতুন পৃথিবী কার্যালয়ে মহাসমারোহে প্রাউট-প্রবক্তার পদার্পণ দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১১ই মার্চ নোতুন পৃথিবী কার্যালয়ে প্রাউট-প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকারের (আধ্যাত্মিক জগতে যিনি মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে সমধিক পরিচিত) শুভ পদার্পণ দিবস মহাসমারোহে পালিত হ’ল৷ ১৯৭৯ সালের ১১ই মার্চ মার্গগুরু নোতুন পৃথিবী কার্যালয়ে পদার্পণ করে আমাদের আশীর্বাদ করেছিলেন৷

সেই দিনটিকে স্মরণ করে নোতুন পৃথিবীর পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীরা গত ১১ই মার্চ পত্রিকা কার্যালয়ে একত্রিত হয়ে প্রথমে প্রভাত সঙ্গীত ও এরপর ৩ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন করেন৷ প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শ্রীদর্পন রায়৷ এরপর শুরু হয় অখণ্ড কীর্ত্তন৷ কীর্ত্তন পরিচালনায় নেতৃত্ব দেন আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত, আচার্য বাসুদেবানন্দ অবধূত, হরলাল হাজারে প্রমুখ৷ মার্গের বহু সন্ন্যাসী, সন্ন্যাসিনী ও বহু বিশিষ্ট আনন্দমার্গী এই অনুষ্ঠানে যোগদান করেন৷ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷ স্বাধ্যায় করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ এরপর প্রথমে ‘নোতুন পৃথিবী’-র সম্পাদক আচার্য সত্যশিবানন্দ অবধূত বক্তব্য রাখেন৷ তিনি বলেন---বাবা’ নোতুন পৃথিবী পত্রিকাকে দারুণ ভালবাসতেন৷ সবাইকে তাই তিনি এর গ্রাহক বাড়াতে উৎসাহিত করেন ও বাবার কাজে এগিয়ে আসার জন্যে সকলকে আহ্বান জানান৷ এছাড়াও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য কল্যানেশ্বরানন্দ অবধূত, আচার্য রবিশানন্দ অবধূত, শ্রীপ্রভাত খাঁ প্রমুখরা বক্তব্য রাখেন৷ এরপর নোতুন পৃথিবীকে নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন শ্রী জ্যোতিবিকাশ সিন্হা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ অনুষ্ঠানটিকে সফল করতে নোতুন পৃথিবীর জেনারেল ম্যানেজার আচার্য বিশ্বদ্যোতনানন্দ অবধূত ও বরুন দাশগুপ্ত, বিট্টু রাম, বিদ্যুৎ বেরা, অভিজিৎ দলুই, কালীপদ পোড়ে, রূপম মণ্ডল, স্বপন সাহা, সুমন শীল প্রমুখ নোতুন পৃথিবীর সকল কর্মীবৃন্দ৷