গত ২৪শে জুলাই বনহুগলী ১নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগমের উদ্যোগে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের নারী কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত নরেন্দ্রপুর শিশুসদনে চাল,ডাল, আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী ও বই খাতা পেন, পেনসিল ইত্যাদি দিয়ে সাহায্য করেন৷৷ এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন শ্রীমতী সুচরিতা নস্কর৷
ওই দিন স্বনির্ভর গোষ্ঠীর একটি দল বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগমের সঙ্গে আশ্রমে আসেন৷ মাননীয়া বিধায়িকা প্রথমে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তারপর শিশুসদনের মেয়েদের সঙ্গে ও শিশুসদন পরিচালনার দায়িত্বে থাকা নারী কল্যাণ বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে পরিচিত হন৷ এর পর শিশুসদনের কর্তৃপক্ষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন৷ শিশুসদনের পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করে ব্রহ্মচারিনী ছন্দিতা আচার্যা, অবধূতিকা আনন্দপ্রবুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা ও অবধূতিকা আনন্দ কণিকা আচার্যা৷
নরেন্দ্রপুর শিশুসদনে ৪৫ জন মেয়ে আছে৷ শিশুসদনের মেয়েদের দেখে ও শিশুসদনের পরিচালনায় খুশি হয় ফিরদৌসি বেগম আনন্দমার্গের সকল দিদিকে শুভেচ্ছা জানিয়ে বলেন--- আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই সকল মেয়েরা মা-বাবা নাকা সত্ত্বেও তারা মানুষের মত মানুষ হয়ে উঠেছে, ভালোবাসা ও সম্মান পাচ্ছে৷ আমার তরফ থেকে সব সময় সহযোগীতা থাকবে৷ যখন প্রয়োজন মনে হবে জানানোর জন্যে অনুরোধ রইল৷ আমিও ওদের জন্যে কিছু করতে পারলে খুশি হবে৷