নরেন্দ্রপুর শিশুসদনে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে জুলাই বনহুগলী ১নং  গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী সোনারপুর উত্তর  বিধানসভার বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগমের উদ্যোগে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের নারী কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত নরেন্দ্রপুর শিশুসদনে চাল,ডাল, আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী ও বই খাতা পেন, পেনসিল ইত্যাদি দিয়ে সাহায্য করেন৷৷ এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন শ্রীমতী সুচরিতা নস্কর৷

ওই দিন স্বনির্ভর গোষ্ঠীর একটি দল বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগমের সঙ্গে আশ্রমে আসেন৷ মাননীয়া বিধায়িকা প্রথমে আনন্দমার্গের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও তারপর শিশুসদনের মেয়েদের সঙ্গে  ও শিশুসদন পরিচালনার দায়িত্বে থাকা নারী কল্যাণ বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে  পরিচিত হন৷  এর পর শিশুসদনের  কর্তৃপক্ষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন৷ শিশুসদনের পক্ষে  ত্রাণ সামগ্রী গ্রহণ করে ব্রহ্মচারিনী ছন্দিতা আচার্যা, অবধূতিকা আনন্দপ্রবুদ্ধা আচার্যা, অবধূতিকা আনন্দ করুণা আচার্যা ও অবধূতিকা আনন্দ কণিকা আচার্যা৷

নরেন্দ্রপুর শিশুসদনে ৪৫ জন মেয়ে আছে৷ শিশুসদনের  মেয়েদের দেখে ও শিশুসদনের পরিচালনায় খুশি হয় ফিরদৌসি বেগম  আনন্দমার্গের সকল দিদিকে শুভেচ্ছা জানিয়ে বলেন--- আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই সকল মেয়েরা মা-বাবা নাকা সত্ত্বেও তারা মানুষের মত মানুষ হয়ে উঠেছে, ভালোবাসা ও সম্মান পাচ্ছে৷ আমার তরফ থেকে সব সময়  সহযোগীতা থাকবে৷ যখন প্রয়োজন মনে হবে জানানোর জন্যে অনুরোধ রইল৷ আমিও ওদের জন্যে কিছু করতে পারলে  খুশি হবে৷