সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গের একনিষ্ঠ ও নীরব কর্মী নরহরি মণ্ডল গত বছর ২৬শে অক্টোবর তিলজলা কেন্দ্রীয় আশ্রমে মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন চলাকালীন অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ দীর্ঘ একটা বছর পেরিয়ে গেল, বিশেষ করে হাওড়া জেলার মার্গী ভাইবোনেরা আজও তাঁর অভাব অনুভব করে৷
‘‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে৷’’
তবু কিছু কিছু মানুষ আছে যাঁরা চলে গেলে তাঁর অভাব চিরকাল থেকে যায়৷ নরহরিদা তেমনি একজন মানুষ৷ মৃত্যুর আগের মূহুর্ত্ত পর্যন্ত নিজের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন৷ বাবার মহাপ্রয়াণ দিবস আসলে বড় বেশী করে মনে পড়ে নরহরিদার কথা৷