নূতন করে সেজে উঠছে আসানসোলের বক্রেশ্বর বারাবণি উষ্ণপ্রসবণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বীরভূম জেলার বক্রেশ্বর পরিচিত পর্যটন কেন্দ্র৷ মূলতঃ উষ্ণপ্রসবনের জন্যেই বক্রেশ্বর বিখ্যাত৷ অনুরূপ একটি উষ্ণ প্রসবন রয়েছে আসানসোলের বারাবণিতে৷ যেখান থেকে প্রায় ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জল বেরিয়ে আসছে৷ তবে আসানসোলের এই উষ্ণ প্রসবণের কথা পশ্চিম বর্ধমানের অনেকেই হয়তো জানেন না৷ বারাবণির জঙ্গল ঘেরা বিজন এলাকায় মাটির নীচে থেকে অনবরত বেরিয়ে আসছে গরম জল৷

বারাবণির পাণিফলায় এই উষ্ণ প্রসবনটি ২০০০ সালে অবিভক্ত বর্ধমানের জেলা প্রশাসনের নজরে আসে৷ তখনই এখানে পর্যটন গড়ে তোলার একটা প্রয়াস শুরু হয়েছিল৷ গড়ে উঠেছিল পার্ক পর্যটন কেন্দ্র৷ উদ্বোধনও করেছিলেন সেই সময়ের বাম সরকারের পর্যটন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া৷ কিন্তু ওই পর্যন্তই৷ বাম সরকারের অবহেলাতেই নির্জন এলাকাটি আবার ভূতুড়ে স্থানে পরিণত হয়৷ তবে লোকজন যে একেবারে আসে না তা নয়৷ স্নান করতে উষ্ণপ্রসবন দেখতে বিক্ষিপ্তভাবে কেউ কেউ আসে৷ শীতকালে বনভোজন করতেও আসে  অনেকে৷ পর্যটন কেন্দ্র গড়ে উঠার উপযুক্ত স্থান হলেও প্রশাসনের  অবহেলায় তা গড়ে ওঠেনি৷

সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলাপরিষদ ও আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ জায়গাটির দিকে  নজর দিয়েছে৷ জেলা পরিষদ ইতিমধ্যে দেড় কোটি টাকা বরাদ্দ করেছে৷ সেই টাকায় কাজও শুরু হয়েছে৷ ওই স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ১০ কিমি কাঁচা রাস্তাকে পাকা করাও হয়েছে৷ জায়গাটি পর্যটন মানচিত্রে স্থান করে নিলে স্থানীয় মানুষের কিছুটা বাড়তি আয়ও হবে৷