পাঁশকুড়া ও আসানশোলে ত্রাণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই অক্টোবর পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাগুরি আনন্দমার্গ স্কুল থেকে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফটিম বন্যা দুর্গত গ্রামবাসীদের হাতে চাল ডাল আলু চিড়ে ইত্যাদি খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয়৷ এই ত্রাণ কার্য পরিচালনায় ছিলেন আচার্য চিরাগতানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা, সুভাষ পাল, অনিল মণ্ডল সঞ্জিত কুমার বাগ প্রমুখ৷

গত ১৭ই অক্টোবর পশ্চিম বর্ধমান জেলার আসানশোলে রামকৃষ্ণ ডাঙ্গায় বন্যা দুর্গতদের মধ্যে কম্বল পরনের বস্ত্র ইত্যাদি বন্টন করে আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফটিম৷ বন্যাদুর্গতদের মধ্যে অসুস্থ মানুষদের চিকিৎসার জন্যে একটি চিকিৎসা শিবিরও খোলা হয়েছিল৷ সেখানে তিনশতাধিক মানুষের চিকিৎসা হয় ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷