পণ্ডিচেরী নটরাজ মন্দিরে শিবতত্ত্ব নিয়ে আলোচনা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পণ্ডিচেরী ঃ গত ৩রা ডিসেম্বর পণ্ডিচেরীর সমুদ্র সৈকতে অবস্থিত সুপ্রসিদ্ধ নটরাজ মন্দিরে শিবতত্ত্ব নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ তিনি তাঁর বক্তব্যে বলেন, মানব সভ্যতার জনক শিব৷ শিবহীন সভ্যতার কল্পনা অসম্ভব ৷ মানব সভ্যতাকে বাদ দিলেও শিব স্বমহিমায় সমুজ্জ্বল ৷ এই পরমসত্তা বিশ্বসৃষ্টির আদি কারণ৷ যিনি রূপ-রস-গন্ধ-স্পর্শ-শব্দময় জগতে সূক্ষ্মভাবে বিরাজমান, তিনিই শিব৷ সৃষ্টির সমস্ত সৌন্দর্য যাঁর মধ্যে নিহিত তিনি নিত্যকাল ধরে আমাদের সাথে ছিলেন, আছেন ও থাকবেন৷ তিনিই হলেন শিব৷ তিনি সত্যস্বরূপ, সৌন্দর্যস্বরূপ৷ যোগবিদ্যা, বৈদ্যকশাস্ত্র, নৃত্য-গীত-বাদ্যের সমন্বয়ী সঙ্গীত তাঁরই সৃষ্টি৷ তিনি নটরাজ শিব৷ তিনি সব সময় কল্যাণ ভাবনায় অভিষিক্ত৷ তিনি কল্যাণময় শিব, মানুষের সার্বিক কল্যাণের উদ্দেশ্যে তিনি যোগবিদ্যা শিখিয়েছেন, তাই তিনি যোগেশ্বর শিব৷

শিব আদিপিতা, মঙ্গলময় পিতা৷ তিনি ত্রিলোচন শিব৷ তিনি ভূত-বর্তমান-ভবিষ্যৎ দেখে চলেছেন৷ তিনি পঞ্চানন শিব৷ তিনি পঞ্চ অভিব্যক্তিতে মানুষ, পশু, পাখী, উদ্ভিদ সবার কল্যাণ করেন৷ সমস্ত ঐশ্বর্যের অধিকারী বিভূতিনাথ শিব হিসেবে তিনি সবাইকে করুণা করেন৷

 উপস্থিত শোতাদের মধ্যে ছিলেন বেশ কিছু শিক্ষক, ছাত্র, চাকুরীজীবী ও সাধারণ মানুষ৷ যোগসাধনা শিক্ষার ব্যাপারে আগ্রহী ৪ জন চাকুরীজীবী আনন্দমার্গের যোগসাধনা শেখেন৷ এই মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেন শ্রী সুপ্রকাশ গুহ৷ আগামী ফেব্রুয়ারী মাসে শিবতত্ত্ব বিষয়ে আরও বড় ধরণের আলোচনা সভার আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন উপস্থিত শ্রোতৃমন্ডলী৷