সম্প্রতি শ্যামবাজারে কুরুচিকর পোষাকের বিরুদ্ধে বাঙালী মহিলা সমাজ একটি ব্যানার টাঙায়৷ এর কয়েকদিন পরেই হায়দরাবাদের ধর্ষরের ঘটনাটি ঘটে৷ এরপর সোস্যাল মিডিয়ায় এই ব্যানার নিয়ে বিতর্ক শুরু হয়৷ অজ্ঞাত পরিচয় কয়েকজন সেই ব্যানারের পাশেই একটি ব্যানার টাঙিয়ে দেয় যাতে লেখা ছিল ‘মধ্যযুগীয় হাম্বা’৷
এই পরিপ্রেক্ষিতে বাঙালী মহিলা সমাজের কেন্দ্রীয় সচিব সাগরিকা পাল বলেন---হায়দরাবাদের ঘটনা নিশ্চয়ই নিন্দনীয় ও দোষীদের চরম শাস্তি দেওয়া দরকার৷ কিন্তু শ্যামবাজারের ব্যানারটি হায়দ্রাবাদ ঘটনার অনেক আগে থেকেই টাঙানো রয়েছে৷ বাঙালী মহিলা সমাজ এই ধরণের প্রচার দীর্ঘদিন ধরেই করে আসছে৷ আজ হঠাৎ অজ্ঞাত কিছু মানুষের আঁতে ঘা লাগল কেন বুঝতে পারছি না৷ একটা কথা পরিষ্কার জানা দরকার যে পোষাক শুধু লজ্জা নিবারণের জন্যেই ব্যবহার করা হয় না৷ পোষাক উন্নত রুচিবোধেরও পরিচয় বহন করে৷ উন্নত, মার্জিত পোষাক মনের উৎকর্ষতার সহায়ক৷ আজকাল একটা শব্দ প্রচার হয় ‘দৃশ্যদূষণ’৷ অমার্জিত পোষাক মনের আদিম প্রবৃত্তিকে চরিতার্থ করার বাসনা জাগাতেই পারে৷ তাই অমার্জিত পোষাকও দৃশ্যদূষণের মধ্যেই পড়ে যা মানুষের মনকে দূষিত করে৷ কেউ কেউ প্রশ্ণ তুলেছেন পোষাক যদি ধর্ষণের কারণ হয় তাহলে শিশুর ওপর এই ধরণের অত্যাচার কেন হচ্ছে৷ যদিও বাঙালী মহিলা সমাজের এই ব্যানারটির সঙ্গে ধর্ষণের কোনও প্রত্যক্ষ সম্পর্ক নেই৷ পোষাক ব্যবসায়ীরা যুবসমাজকে বিপথগামী করতে অনেক ধরণের কৌশল নিয়ে থাকে৷ বিকৃত রুচির পোষাকও সেই কৌশলের অঙ্গ৷ বাঙালী মহিলা সমাজের প্রতিবাদটা এখানেই৷
এখন বলি, শিশুর ওপর অমানুষিক আচরণের সঙ্গে পোষাকের একটা পরোক্ষ সম্পর্ক থাকে৷ দৃশ্যদূষণের ফলে মনের মধ্যে যে কু-প্রবৃত্তি জাগে তা চরিতার্থ করার সুযোগ সেই মুহূর্ত্তে নাও থাকতে পারে৷ কিন্তু সেই কু-প্রবৃত্তি অতৃপ্ত বাসনা হয়ে মনের মধ্যে থেকে যায়৷ সেই অতৃপ্ত বাসনা চরিতার্থ করার সুযোগ যখন আসে, তখন ওই অমানুষদের আর বয়স বিচার করার বোধবুদ্ধি থাকে না৷
আমাদের মনে রাখতে হবে সব মানুষই জন্ম অপরাধী নয়৷ অনেকেই পরিবেশ-পরিস্থিতিতে অপরাধী হয়ে যায়৷ যেসব পরিবেশ পরিস্থিতি মানুষকে বিশেষ করে যুব সমাজকে অপরাধ প্রবণ করে তোলে তার মধ্যে পোষাক অবশ্যই একটি কারণ৷ তিনি ক্ষোভের সঙ্গে বলেন---ওই অজ্ঞাত পরিচিতদের কাছে এটা মধ্যযুগীয় হাম্বা মনে হলেও মনস্তত্ববিদ্রা এটা অস্বীকার করতে পারবেন না৷ এই নিয়ে বেশী বলতে চাই না৷ শুধু ওই অজ্ঞাত পরিচিতদের বলি যদি সৎ সাহস থাকে প্রকাশ্যে আসুন৷ আমরা আলোচনায় প্রস্তুত৷ তখন জানতে পারবেন আজকের অনেক সামাজিক ব্যাধির প্রকৃত কারণ কি! তখন বুঝবেন অশালীন পোষাক মানুষের বিশেষ করে কিশোর-তরুণদের মনকে দূষিত করে তোলে৷