পর পর ম্যাচে পয়েন্ট হারিয়ে হতাশ মোহনবাগান কোচ ফেরান্দো

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

আইএসএলের শেষ পর্যায় এসে ছন্দপতন এটিকে মোহনবাগানের৷ মঙ্গলবার হায়দ্রাবাদ এফসির কাছে ০-১ গোলে হেরে গেলেন দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংহরা৷ প্রতিযোগিতার শেষ চারে জায়গা পাকা করে নিল হায়দ্রাবাদ৷

হায়দ্রাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় পেতে মরিয়া ছিল মোহনবাগান৷ প্রথম থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন পেত্রাতোস,মনবীররা৷ তবু স্ট্রাইকারদের ব্যর্থতায় এক পয়েন্ট ঘরে এল না কলকাতার ক্লাবের৷ মোহনবাগান ফুটবলাররা বেশি সময় বলের দখল রাখলেন নিজেদের পায়ে৷ প্রতিপক্ষের থেকে বেশি পাস খেললেন তাঁরা৷ আক্রমণও বেশি করলেন৷ কিন্তু আসল কাজটাই করতে পারলেন না৷ সুযোগ কাজে লাগাতে না পারার মূল্য দিতে হল৷ শেষ দিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর  একাধিক পরিবর্তনও কাজে এল না৷ ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কোনও দলই৷ ৮৬ মিনিটে হায়দ্রাবাদের হয়ে গোল করেন বার্থলোমিউ ওগবেচে৷ বাঁ দিকে থেকে বক্সের মাথায় ওগবেচেকে লক্ষ্য করে বল বাড়ান বোর্জা হেরেরা মোহনবাগানের স্লাভকো দামজানোভিচকে শরীরে দোলায় কাটিয়ে গোল লক্ষ্য করে জোড়াল শট নেন৷ মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি৷ গোলের  একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন হায়দ্রাবাদের ফুটবলাররাও৷ ওগবেচের এক মাত্র গোলে ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে আইএসএলের পরের পর্বে জায়গা পাকা নিল হায়দ্রাবাদ৷ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাকা করে নিল তারা৷

ম্যাচ হেরে পরিস্থিতি কঠিন করে ফেলল মোহনবাগান৷ ১৮ ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের পয়েন্ট ২৮৷ পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছেন পেত্রাতোসরা৷ পঞ্চম স্থানে থাকা বেঙ্গালুরুরও সংগ্রহ ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট৷ ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা এফসি গোয়া ও ওড়িশা এফসির সংগ্রহ সসংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট করে৷ এই পরিস্থিতিতে  লিগের বাকি দুই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে সমস্যায় পড়বে মোহন বাগান৷