লেখক
জ্যোতিবিকাশ সিন্হা
হে বিশ্বপিতা! তোমারই প্রিয় সন্তান সবে
বিষাদগ্রস্ত, পৃথিবী শঙ্কিত লাঞ্ছিতের আর্তরবে
একদিকে দুর্বিনীত মদগর্বীর বিষাক্ত ফনা
অন্যদিকে বঞ্চিত নিপীড়িতের করুণ যন্ত্রণা
রুদ্ধ আজ জীবন প্রবাহের সাবলীল গতি৷
তোমার চরণে তাই জানাই মিনতি---
দাও সে’ জ্ঞান যা মনকে উদার করে
মোহান্ধ চিত্ত যত দাও প্রজ্ঞার আলোকে ভরে’৷
হৃদয়ে দাও প্রেম যার দুরন্ত প্লাবনে---
মুছে যাক দ্বন্দ্ব-কালিমা, হানাহানি সবখানে৷
সেই শক্তি দাও যার অমোঘ প্রচণ্ডতায়
রক্ত-মোক্ষকেরা নেবে মৃত্যু-গহ্বরে ঠাঁই৷
তোমার অনন্ত আশীষ-সুধার অমিয় পরশে
পবিত্র হোক ধরিত্রী, মানুষের মুক্তি-হরষে৷
- Log in to post comments