প্রভাত সঙ্গীত অবলম্বনে সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে সেপ্ঢেম্বর পাঁশকুড়া ‘‘শুভমণ্ডপ’’ অতিথি নিবাসে রেণেসাঁ আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পাঁশকুড়া শাখার উদ্যোগে প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য,গীত ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ বিভিন্ন বিভাগে মোট ৯১জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন৷

অনুষ্ঠান শেষে অপরাহ্ণ পাঁচটায় সফল প্রতিযোগীদের হাতে  পুরস্কার তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানের আয়োজন করেন পূর্ব মেদিনীপুর ভুক্তির রাওয়া সম্পাদিকা শ্রীমতি অলোকা বর্মন, জেলার ভুক্তি প্রধান মানস কালসার ও আনন্দমার্গ প্রচারক সংঘের মহিলা বিভাগের ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলার রাওয়া যুগ্ম সম্পাদিকা শ্রীমতি চন্দনা পণ্ডিত, শ্রীমতি সুচেতা  জানা৷