প্রভাত সঙ্গীত দিবস পালন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১৪ই সেপ্ঢেম্বর  প্রভাত সঙ্গীত দিবস৷ ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর দেওঘরের শান্ত, স্নিগ্দ পরিবেশে  মহান দার্শনিক পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার তথা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রভাত সঙ্গীত রচনা শুরু করেন৷ সেদিন থেকে তাঁর মহাপ্রয়াণ দিবসের আগের দিন অর্থাৎ ১৯৯০ সালের ২০শে অক্টোবর পর্যন্ত মাত্র আট বছর এক মাস ছয় দিনে তিনি ৫০১৮টি প্রভাত সঙ্গীত রচনা ও তাতে সুরারোপন করেন---যেগুলি ভাব-ভাষা-সুর ও ছন্দ সব দিক থেকেই অনবদ্য৷

আগামী ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের ৩৭ বছর পূর্ত্তি হচ্ছে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের সাংস্কৃতিক প্রকোষ্ঠ রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এসোশিয়েশনের তরফ থেকে কলকাতার ভি.আই.পি. বাজারস্থিত আশ্রমে এই দিনটিকে মহাসমারোহে পালন করা হচ্ছে৷ এই উপলক্ষ্যে অখণ্ড কীর্ত্তন মিলিত সাধনা ও বিশেষ প্রভাত সঙ্গীত অনুষ্ঠান হবে৷