সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগামী ২২ সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের ৩৭ বৎসর পূর্ত্তি উপলক্ষ্যে কলকাতাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে প্রভাত সঙ্গীতের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷
এই উপলক্ষ্যে পশ্চিমবাঙলা, বাঙলাদেশ, ঝাড়‘খণ্ড, অসম, ত্রিপুরা, প্রভৃতি বাংলা ভাষাভাষী এলাকায়, মুম্বাই, নাগপুর, দিল্লী, ওড়িষ্যার গঞ্জাম, বালেশ্বর সহ মোট ৮৫টি কেন্দ্রে প্রভাত সঙ্গীদের প্রাথমিক প্রতিযোগিতা হয়েছে৷ এবার রাওয়ার কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রভাত সঙ্গীত প্রতিযোগিতায় সঙ্গীত, অঙ্কন ও নৃত্য বিভাগের বিভিন্ন কেন্দ্রে প্রাথমিক প্রতিযোগিতা হয়েছে ও হচ্ছে৷ সেই সব প্রাথমিক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীরা কলকাতায় ভি.আই.বাজার আশ্রমে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন৷