প্রভাতসঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক  সন্ধ্যা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

৩৯তম প্রভাত সঙ্গীত দিবস উপলক্ষ্যে গত ১৯শে সেপ্ঢেম্বর অনলাইনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেয় রেনেসাঁ আর্টিস্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন৷

প্রভাত সঙ্গীতের রচয়িতা ও সুরকার প্রাউট প্রবক্তা মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার আধ্যাত্মিক জগতে যিনি         শ্রীশ্রীআনন্দমূর্ত্তি  নামে পরিচিত৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন--- রবীন্দ্র ভারতী বিশ্ব বিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক গোপালচন্দ্র মিশ্র, সম্মানীয় অতিথি ছিলেন গুয়াহাটি আই.আই.টির  অধ্যাপক শুভেন্দু শেখর বাগ৷

অধ্যাপক মিশ্র বলেন- ৮টি ভাষায় রচিত প্রভাতসঙ্গীত- প্রভাত কালের সঙ্গীত নয়৷  সঙ্গীত ও সংস্কৃতির জগতে নূতন প্রভাত এনেছে যে সঙ্গীত তাই প্রভাতসঙ্গীত৷ অধ্যাপক শুভেন্দু শেখর  বাগ বলেন---প্রভাতসঙ্গীত এমনই উচ্চাঙ্গের ভক্তিমূলক গান যা মানুষের হৃদয়ের গভীরে স্পর্শ করে৷ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পীরা ভারতের বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করেন প্রভাতসঙ্গীত অবলম্বনে৷ বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অনলাইনে প্রভাতসঙ্গীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানের আয়োজন করে ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের কেন্দ্রীয় জনসংযোগ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷