প্রভাতসঙ্গীতের ৩৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে কলকাতায় প্রভাত সঙ্গীতানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে অক্টোবর কলকাতায় প্রভাত সঙ্গীতের ৩৮ বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দমার্গের সাংসৃকতিক প্রকোষ্ঠ রাওয়া (রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েসন)-এর পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কলকাতাস্থিত আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমের জাগৃতিভবনে এই অনুষ্ঠানটি হয়৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক (বাংলা বিভাগ) ডঃ অরুণ ঘোষ৷ অনুষ্ঠানে সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেন আচার্য সুতীর্থানন্দ অবধূত, প্রধান অতিথি আনন্দমার্গের কেন্দ্রীয় ‘রাওয়া’ সচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত ও সম্মানীয় অতিথি অতিরিক্ত কেন্দ্রীয় রাওয়া সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত৷

প্রথমে প্রভাতসঙ্গীতের স্রষ্টা তথা ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর  প্রতিকৃতিতে মাল্যদান এরপর অধ্যাপক ডঃ অরুণ ঘোষ তাঁর সংক্ষিপ্ত ভাষণে আনন্দমার্গের সর্বান্যুসূ্যত দর্শনের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, প্রভাত সঙ্গীত শ্রীপ্রভাতরঞ্জন সরকারের সর্বানুসূ্যত দর্শনেরই সাঙ্গতিক রূপ৷

সভাপতির ভাষণে আচার্য সুতীর্থানন্দ অবধূত বলেন--- শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর দর্শন আজকের সমাজের সমস্ত সমস্যার একমাত্র সমাধান৷

সভাপতির ভাষণের পর প্রভাত সঙ্গীত অনুষ্ঠানে একে একে বিভিন্ন প্রখ্যাত প্রভাতসঙ্গীত শিল্পী প্রভাত সঙ্গীত পরিবেশন করেন ও নৃত্যশিল্পীগণ প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য প্রদর্শন করে সকলকে  মোহিত করে দেন৷

অনুষ্ঠানে একক প্রভাতসঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট প্রভাত সঙ্গীত বিশেষজ্ঞ আচার্য নিত্যসত্যানন্দ অবধূত৷ তিনি দুটি প্রভাত সঙ্গীত পরিবেশন করেন৷ এছাড়া প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা, সুপ্রিয়া ভৌমিক, নিরঞ্জন রায়, ঝঙ্কৃতা সরকার প্রমুখ৷

সমবেত প্রভাত সঙ্গীত পরিবেশন করেন অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা, অবধূতিকা আনন্দপূর্ণপ্রাণা আচার্যা, অবধূতিকা আনন্দ তপঃশীলা আচার্যা, অবধূতিকা আনন্দ ঋতব্রতা আচার্যা, অবধূতিকা আনন্দ মধুমালিকা আচার্যা, হৈমবতী রায়, সুনন্দা সাহা, নিরুপমা সামন্ত, জয়ন্ত কুমার সরকার, চিরন্তন সাহা কৃতবিদ্যা সাহা, তন্নিষ্ঠা সরকার, রাগাত্মিকা ভৌমিক, অংশুমান ভট্টাচার্য প্রমুখ৷

প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য প্রদর্শন করেন তন্নিষ্ঠা সরকার  ও নরেন্দ্রপুর আনন্দমার্গ শিশুসদনের শিশুশিল্পীরা৷

আরও যাঁরা প্রভাতসঙ্গীত পরিবেশন করেন তাঁদের মধ্যে ছিলেন আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত৷ আচার্যা সুদত্তানন্দ অবধূত, আচার্য নন্দন ব্রহ্মচারী, আচার্য রাজেশ ব্রহ্মচারী প্রমুখ৷

অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল শারদীয়া উৎসব তথা বিজয়া উৎসবের ওপর আধারিত গীতি-নৃত্যালেখা ‘‘আজিকে শুভ বিজয়া৷’’

পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকারের ভাব, ভাষা ও সঙ্গীত অবলম্বনে এই আলেখ্যটি তৈরী হয়েছে৷ আলেখ্যটির গ্রন্থনায় আচার্য তন্ময়ানন্দ অবধূত, ভাষ্যপাঠে সুদীপ মুখার্জী, নৃত্য পরিবেশনায়  দীপ জয়িতা সরকার, অঙ্কিতা বর্মন, সুতপা,কাঞ্চন, মনস্মিতা, কৃষ্ণা প্রমুখ আলোকসজ্জা ও শব্দে খোকন৷