প্রকৃতির পাঠশালা

লেখক
জয়তী দেবনাথ (অষ্টম শ্রেণী)

পাঠশালাতে প্রতিদিন তো  অনেক কিছুই শিখি

চলনা আজ অন্যভাবে একটু ভেবে দেখি৷

পাঠশালা তো হতে পারে মুক্ত হাওয়ার মাঝেও

ছাত্র আমরা হতে পারি এই প্রকৃতির কাছেও

পাহাড় শেখায় নিজেকে খুবই উঁচু করে গড়তে

নদীর স্রোত শেখায় সদাই সকল বাধায় লড়তে৷

শ্যামল ওই তরুলতা শেখায় সতেজ থাকতে

মাটি শেখায় সকল বাধায় ধৈর্য ধরে রাখতে৷

আকাশ শেখায় তার মতই মনটা বড় করতে

বৃক্ষ শেখায় গরল নাশি সুধায় জগত ভরতে৷

বায়ু বলে চলার পথে সবায় আলোড়িত কর

বর্ষা শেখায় এই ধরণী শ্যামল আভায় ভরো৷