গত ৩০শে সেপ্ঢেম্বর হুগলী জেলার মগরা গ্রামের আদর্শপরায়ন ও কর্মনিষ্ঠ আনন্দমার্গী শ্রী গোবিন্দ পাল পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর৷
গত ৭ই অক্টোবর মগরা বাসভবনে গোবিন্দ পালের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত কীর্ত্তন ও মিলিত সাধনার পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য বাসুদেবানন্দ অবধূত৷ আচার্য নারায়ণানন্দ অবধূত আনন্দমার্গ সমাজশাস্ত্রের প্রয়োজন ও শ্রাদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷
আচার্য প্রবুদ্ধানন্দ অবধূতের সংযোজন............
আমাদের পরম আত্মীয় আদর্শনিষ্ঠ আনন্দমার্গী ও হুগলী মগরা নিবাসী গোবিন্দদার (গোবিন্দ পাল) পরলোক গমনের সংবাদে খুবই দুঃখিত হলাম৷ তবুও ৰাৰা তাঁর ডাকে সাড়া দিয়েছিলেন ও নিজ কোলে তুলে নিয়েছেন এইটুকুই সান্ত্বনা মাত্র৷ গোবিন্দদার অমায়িক ব্যবহার, ভক্তি, সেবা আদর্শনিষ্ঠা ও কর্ম পরায়ণতা আমাদের সকলকেই প্রেরণা জোগাবে৷
১লা জানুয়ারী ২০১৮ সালে আনন্দনগরে ৰাৰার ধ্যানমন্দিরে গোবিন্দদা সকলের সামনে কৌষিকী নৃত্য ও তাণ্ডব নৃত্য প্রদর্শন করে দেখিয়েছিলেন যে ৭৮ বছর বয়সেও তাঁর শারীরিক কাঠামো ও শক্তি ঠিক আছে৷ সেই স্মৃতি আজ মনে ভাসছে৷
ষোড়ষবিধি পালনে তিনি কট্টর ছিলেন সারাজীবন৷ আদর্শমার্গী ছিলেন আমাদের সকলের প্রিয় গোবিন্দদা৷ আনন্দনগরে মধু সংরক্ষণ প্রজেক্টে তাঁর অবদান অতুলনীয় তিনি আমাদের কাছে থাকবেন চিরস্মরণীয় হয়ে৷