পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মদিনে চুঁচুড়া স্কুলে অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চুঁচুড়া ঃ আনন্দমার্গ দর্শনের প্রবক্তা, নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থার রূপকার, প্রভাত সঙ্গীতের স্রষ্টা, প্রাউট তত্ত্বের প্রবক্তা পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৯তম জন্মতিথিতে  নূতনের আলো নবভাবে আস্বাদন করতে তাঁরই রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের ডালি নিয়ে অর্ঘ্য সাজাল চুঁচুড়া আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রা ও শিক্ষকবৃন্দ৷ অনুষ্ঠানে স্থানীয় আনন্দমার্গের সদস্য-সদস্যাবৃন্দ ছাড়াও ছাত্র-ছাত্রাদের অভিভাবকবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে কচি-কাঁচাদের পরিবেশিত প্রভাত সঙ্গীত ও প্রভাত সঙ্গীত আধারিত নৃত্যানুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন৷ অনুষ্ঠানে আনন্দমার্গ দর্শন ও কর্মধারার ওপর আলোকপাত করেন স্নেহময় দত্ত, সঙ্গীত পরিচালনা করেন তপোময় কুণ্ডু৷ নৃত্য পরিচালনায় ছিলেন পরীক্ষিত চক্রবর্ত্তী৷ মনোরম এই অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন মানস মণ্ডল ও রঞ্জিত দাস প্রমুখ৷