তোমাকে পাওয়ার অদম্য আশায়
পেরিয়ে সহস্র জনম,
কত জনমের প্রতীক্ষা পরে
পেয়েছি মানব জীবন!
এক জনমে না মিটিলে আশা
থাকে পরজনমের প্রত্যাশা,
সে’ আশা পূরণে গুরুর চরণে
ভক্তি ও ভালবাসা৷
প্রভু নির্দেশ পালন করিব
করেছি জীবন পণ,
সার্থকতায় ভরিয়ে দিতে
কীর্তন ভজন সাধন৷
মঙ্গলময় সকল কর্মে
রয়েছি নিয়ত রত,
প্রভুর কৃপায় জীবের সেবা
রয়েছে অব্যাহত৷
সাধ আর সাধ্যের বিভাজন রেখা
চিরকাল দেয় কষ্ট,
একটি বাসনা, জীবের সেবায়
দূর্গতরা হোক তুষ্ট৷
জীব সেবাতে তৃপ্ত সৃষ্টি
সাধনে তুষ্ট ইষ্ট,
মন মাঝে থাক সমান দৃষ্টি
জীবন হোক প্রকৃষ্ট৷
জাগতিক মায়া আঁধারের ছায়া
বিপথগমন সম্ভব,
তব বরাভয় চির অক্ষয়
সেইতো আমার বৈভব৷
কখনও জীবনে আঁধার ঘনায়
চঞ্চল মন দুর্বল,
বিহ্বল মন আলোর ছটায়
বাড়ে আত্মপ্রত্যয়, মনোবল৷
সবই তব লীলা, নয় অবহেলা
পরীক্ষা প্রতিনিয়ত,
কোনো পরিস্থিতিতে নই আমি একা
বিশ্বাস অব্যাহত৷
মানব জীবন দুর্লভ
থাকি চরম লক্ষ্যে স্থির,
আবাস ছাড়িয়া পরমাশ্রয়,
যেথা তোমার সঙ্গ নিবিড়৷
তব পদধবনি আনমনে শুনি
এসো কাছে ধীরে ধীরে,
কুসুম ডালায় গাঁথা মালাখানি
ভিজানো অশ্রু নীরে৷
- Log in to post comments