প্রণমি তোমায়

লেখক
কৌশিক খাটুয়া

তোমাকে পাওয়ার অদম্য আশায়

   পেরিয়ে সহস্র জনম,

কত জনমের প্রতীক্ষা পরে

   পেয়েছি মানব জীবন!

 

এক জনমে না মিটিলে আশা

  থাকে পরজনমের প্রত্যাশা,

সে’ আশা পূরণে গুরুর চরণে

   ভক্তি ও ভালবাসা৷

 

প্রভু নির্দেশ পালন করিব

  করেছি জীবন পণ,

সার্থকতায় ভরিয়ে দিতে

  কীর্তন ভজন সাধন৷

 

মঙ্গলময় সকল কর্মে

  রয়েছি নিয়ত রত,

প্রভুর কৃপায় জীবের সেবা

  রয়েছে অব্যাহত৷

 

সাধ আর সাধ্যের বিভাজন রেখা

     চিরকাল দেয় কষ্ট,

একটি বাসনা, জীবের সেবায়

     দূর্গতরা হোক তুষ্ট৷

 

জীব সেবাতে তৃপ্ত সৃষ্টি

  সাধনে তুষ্ট ইষ্ট,

মন মাঝে থাক সমান দৃষ্টি

  জীবন হোক প্রকৃষ্ট৷

 

জাগতিক মায়া আঁধারের ছায়া

    বিপথগমন সম্ভব,

তব বরাভয় চির অক্ষয়

    সেইতো আমার বৈভব৷

 

কখনও জীবনে আঁধার ঘনায়

    চঞ্চল মন দুর্বল,

 বিহ্বল মন আলোর ছটায়

বাড়ে আত্মপ্রত্যয়, মনোবল৷

 

সবই তব লীলা, নয় অবহেলা

    পরীক্ষা প্রতিনিয়ত,

কোনো পরিস্থিতিতে নই আমি একা

    বিশ্বাস অব্যাহত৷

 

 মানব জীবন দুর্লভ

থাকি চরম লক্ষ্যে স্থির,

আবাস ছাড়িয়া পরমাশ্রয়,

যেথা তোমার সঙ্গ নিবিড়৷

 

তব পদধবনি আনমনে শুনি

 এসো কাছে ধীরে ধীরে,

কুসুম ডালায় গাঁথা মালাখানি

   ভিজানো অশ্রু নীরে৷