প্রয়াত ‘আমরা বাঙালী’ নেতা শ্রী রাধু সরেণের স্মরণসভা 

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ গত ৫ই এপ্রিল ডামরুঘুটুতে  ‘আমরা বাঙালী’র  পক্ষ থেকে প্রয়াত নেতা শ্রীরাধু সরেণের স্মরণসভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের প্রথমে উপস্থিত ‘আমরা বাঙালী’র সদস্যবৃন্দ ও এলাকাবাসীবৃন্দ রাধু সরেণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা ও গুরুপূজার পর দু’মিনিট নীরবতা পালন করা হয়৷  উক্ত অনুষ্ঠানে রাধু সরেণের দীর্ঘ কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন শ্রী ঠাকুর দাস কিসুক, শ্রীসরেণের  কন্যা কাজল, পুত্র অবিনাশ সরেণ, রেঙ্গু সরেণ, চক্রধরদা ও আরো অনেকে৷

ঠাকুর দাস কিসুক তাঁর বক্তব্যে বলেন, যে রাধু সরেণ ছিলেন ‘আমরা বাঙালী’ দলের একনিষ্ঠ সক্রিয় কর্মী৷ উনি দীর্ঘদিন মহাজনী প্রথার বিরুদ্ধে, গ্রামে নেশা করা  ও নেশার দ্রব্য বিক্রি করা সহ সমস্ত রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্য, ১৯৯৫ সালের ৫ই এপ্রিল সিপিএমের হার্মাদ বাহিনী রাধু সরেণকে হত্যা করে৷ উপস্থিত সকলে তাঁর অমর আত্মার শান্তি কামনা করেন৷