পশ্চিম মেদিনীপুরে যোগের ওপর আলোচনাসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিমমেদিনীপুরের টাটা মেটালিক স্কিল ডেবেলাপমেন্ট সেন্টার, আই আই টি কলেজের পক্ষ  থেকে আন্তর্জাতিক যোগ দিবসে আনন্দমার্গের আচার্য নিত্যতীর্থানন্দ অবধূতকে তাঁদের প্রতিষ্ঠানে যোগের ওপর আলোচনার জন্যে আমন্ত্রণ জানানো হয়৷ আচার্য চিরাগতানন্দজী ও আচার্য নিত্যতীর্থানন্দজী সেখানে প্রায় ৩৫০ ছাত্র-ছাত্রা, অধ্যাপক ও প্রিন্সিপ্যালের সামনে যোগের ওপর ক্লাশ নেন৷ তাঁরা যোগের প্রকৃত অর্থ ব্যাখ্যা করে বলেন, যোগ বলতে কেবল যোগাসন বোঝায় না৷ যোগের প্রকৃত অর্থ হচ্ছে, জীবমনের সঙ্গে পরমাত্মার সংযোগ ঘটানো৷ এর জন্যে শরীরেও মনকেও সুস্থ রাখার প্রয়োজন৷ তাই আসনও যোগের অপরিহার্য অঙ্গ৷ তাঁরা যোগাসন ও যোগসাধনার প্রশিক্ষণও দেন৷