সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
অভিযোগে পাল্টা অভিযোগ বোটদানে বাধা এইসব ছোটখাটো ঘটনার মধ্যে দিয়েই দ্বিতীয় দফার তিনটি কেন্দ্রের বোট শেষ হল৷ পশ্চিমবঙ্গে বোট মানেই অভিযোগ পাল্টা অভিযোগ থাকবেই৷ দ্বিতীয় দফার বোটও তার ব্যতিক্রম নয়৷ বিশেষ করে দার্জিলিং কেন্দ্রে চোপড়া ও রায়গঞ্জ কেন্দ্রে ইসলামপুর ও আর কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত ঘটনার খবর পাওয়া গেছে৷ তবে এবারে বুথ দখলের চেয়ে বোট দানে বাধা দেওয়ারই অভিযোগই বেশী৷ চোপড়া গোয়াল পোখর কাটা ফুলবাড়ি প্রভৃতি এলাকা থেকে বোট দানে বাধা দেওয়ার অভিযোগ এসেছে৷ জলপাইগুড়ি কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী খুশিরঞ্জন মণ্ডল জানান তার কেন্দ্রে বোট শান্তিতেই হচ্ছে বড় কোন ঘটনার খবর নেই৷ দার্জিলিং কেন্দ্রের ‘আমরা বাঙালী’ প্রার্থী নীরোধ অধিকারী জানান তার এলাকায় কোন ঝামেলা হয়নি৷