পুরুলিয়ায় প্রাউট-প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পুরুলিয়া ঃ গত ৮ই ও ৯ই জুন এই দু-দিন ধরে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের  তরফ থেকে  পুরুলিয়া আনন্দমার্গ স্কুলে এক প্রাউট  প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়৷ এই শিবিরে এই জেলার ৪০জন  কর্মীকে  নিয়ে প্রাউট-প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা  করা হয়৷ এই শিবিরে প্রাউট দর্শনের  বিভিন্ন  দিকের ওপর, বিশেষ করে, ‘পুঁজিবাদ, মার্কসবাদ ও প্রাউট-এর এক তুলনামূলক আলোচনা, অর্থনীতির নবদিগন্ত, প্রাউটের বৈশিষ্ট্য, পূর্ণাঙ্গ আদর্শের ৬টি অত্যাবশ্যকীয় উপাদান প্রভৃতির ওপর আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত৷ প্রাউটিষ্ট কর্মীদের আত্মোন্নতির জন্যে যম-নিয়ম, ষোড়শবিধি, আসন তাণ্ডব,কৌশিকী প্রভৃতির ওপের আলোচনা করেন ও এগুলির প্রশিক্ষণ দেন৷

আলোচনা এর পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে প্রাউট-কর্মীদের প্রাউট-প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণ করা হয়৷