লেখক
রামদাস বিশ্বাস
নাম তার কাকলাস
কেউ বলে ফৌ
কেউ বলে বহুরুপী বর নাকি বৌ৷
গাছে গাছে ডালে ডালে ঝোপের আড়ালে
পাঁচিলেও দেখা যায় মুখটি বাড়ালে৷
মুখ তুলে মাথা নেড়ে রঙ বদলাস
ফৌ বলে ডাকে কভু, কভু কাকলাশ৷
টিকটিকির মতো তুই খানিক বড়
খসখসে গা তোর কিছু জড়জড়৷
পোকামাকড় খেয়ে তুই বেশ তো আছিস
জানি না কতদিন বাঁচিয়া থাকিস৷
আর একটি নাম তোর জানি গিরগিটি
ধূসর হলে রঙ যেন টিকটিকিটি৷
সব দেশে যায় দেখা আনাচে কানাচে
বহুরূপী গিরগিটি মাথা তুলে নাচে৷
কাকলাশ বল দেখি তুই কার বৌ
অথবা বরবেশী হয়ে আছিস ফৌ৷
- Log in to post comments