গত মরশুমে রিয়্যাল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগে তিনবার চ্যাম্পিয়ান করার পাঁচদিনের মধ্যে দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান৷ তাঁর সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব৷ রিয়্যাল ছাড়ার পাঁচ মাসের মধ্যে কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিলেন ফরাসি কিংবদন্তি৷
স্পেনের একটি নিউজ চ্যানেলে জিদান বলেছেন, ‘‘ অবশ্যই আমি কোচিংয়ে ফিরছি ৷ কারণ ফুটবল আমার জীবনের সঙ্গে জড়িয়ে৷ তাই যতশীঘ্র সম্ভব আমি কোচিংয়ে ফিরতে চাই৷’’ এই ঘোষণার পরেই জিদানের ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা শুরু হয়ে যায়৷ তাহলে কি জোসে মোরিনহোর জায়গায় তিনি দায়িত্ব নিচ্ছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে? ইতোমধ্যে স্পেনের একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, যে এরমধ্যেই জিদান তার পছন্দের ফুটবলারদের তালিকা তুলে দিয়েছেন ম্যান ইউনাইটেড কর্ত্তৃপক্ষের হাতে৷ সেই তালিকায় নাকি টোনি খোস, থিয়াগো আলকান্তারা, হামেস রদ্রিগেস ও এদিনসন কাভানির মতো তারকাদের নাম রয়েছে৷ ফরাসি তারকা কিন্তু ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার জল্পনা নিয়ে কোনো মন্তব্য করেননি৷ ব্রিটিশ সংবাদ মাধ্যম আবার অন্য তথ্য দেখাচ্ছে, যে ম্যান ইউনাইটেডের অন্যতম প্রধান কর্তা এডওয়ার্ড ও উডওয়ার্ডের সঙ্গে মেরিনহোর সম্পর্ক খুব ভাল৷ ফলে প্রাক্তন রিয়্যাল মাদ্রিদ ম্যানেজারের ম্যান ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে৷