রাজ্যে দু’টি আদালতে চার জনের ফাঁসীর সাজা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৭ ও ২৮শে জানুয়ারী রাজ্যের দুইটি আদালত চার জন আসামীকে ফাঁসীর সাজা দিল৷ এই চার জনেই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত৷

গত ২৭শে জানুয়ারী এক নাবালিকা ছাত্রীকে খুন ও ধর্ষণ করার অপরাধে চুঁচুড়ার আদালত  গৌরব মণ্ডল ও কৌশিক মালিককে ফাঁসীর সাজা দেয়৷ ২০১৪ সালের ১২ই ডিসেম্বর হুগলীর বলাগড়ে ১১ বছরের এক নাবালিকা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর খুন করে তিন জন৷ পুলিশ তিনজনকেই গ্রেফতার করে৷ দীর্ঘ পাঁচ বছর বিচারের পর আদালত দুই জনকে ফাঁসীর সাজা দেয়, অপরজন এখনও বিচারাধীন আছে৷

দ্বিতীয় ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের চিয়ারি মালপাড়া গ্রামে ২০০৭ সালের ২২শে সেপ্ঢেম্বর৷ ওই দিন দুপুরে ১২ বছরের এক নাবালিকা বাড়ীর উঠোনে বসেছিল৷ ওই সময় তার দুই পিসতুতো দাদা সাবির আলি ও পালান আলি লস্কর ঘুরতে যাওয়ার নাম করে ওই নাবালিকা বোনকে ডেকে নিয়ে যায়৷ দাদারা ডাকায় বালিকাটির মা-ও আপত্তি জানায়নি৷ তারপর থেকে মেয়েটি আর বাড়ীতে ফিরে আসেনি৷ তিন দিন পরে বাড়ীর পাশের একটি ডোবা থেকে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে৷ তদন্তে জানতে পারা যায় যে মেয়েটির দুই পিসতুতো দাদা মেয়েটিকে ধর্ষণ করে ও খুন করে ওই জলাশয়ে ফেলে দেয়৷ দীর্ঘ বিচার শেষে বারুইপুর আদালত সাবির আলি ও পালান আলিকে দোষী সাব্যস্ত করে৷ গত ২৮ তারিখে আদালত দোষী দুই আসামীকে ফাঁসীর সাজা দেয়৷