রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলের  বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৬ই নভেম্বর  জঙ্গলমহলের রামচন্দ্রপুর আনন্দমার্গ স্কুলের  বার্ষিক সাংস্কৃতিক  অনুষ্ঠান  জাঁকজমক সহকারে  সুসম্পন্ন হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য-কাশীশ্বরানন্দ  অবধূত৷  প্রধান অতিথি ও বিশেষ অতিথির  আসন অলঙ্কৃত করেন যথাক্রমে মাণকপুর বিবেকানন্দ সেন্টিনারী কলেজের অধ্যাপক ডাঃ সৌমিত্র কুণ্ডু  ও ডঃ শান্তুনু  মিস্ত্রী৷ বিদ্যালয়ের ছাত্রছাত্রারা প্রভাত সঙ্গীত, নৃত্য, সংস্কৃত শ্লোক, ইংরেজী রাইমস, বাংলা ছড়া ও কবিতা, আনন্দবাণী প্রভৃতি পরিবেশন  করে উপস্থিত দর্শকদের  সবাইকে মুগ্দ  করে দেন৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকারের রচিত ‘নিসপেক্টর আসছেন’ গল্প অবলম্বনে নাটিকা পরিবেশন করেও  তারা দর্শকদের বিশেষ প্রশংসা অর্জন করে৷  সমাজের সর্বস্তরে  বিশেষ করে  জঙ্গলমহলের  মত অনুন্নত  অঞ্চলে  আদর্শ শিক্ষা বিস্তারে  আনন্দমার্গের অবদানের  ভূয়সী প্রশংসা করেন,  অনুষ্ঠানের  প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ৷ অনুষ্ঠানের সভাপতি আচার্য কাশীশ্বরানন্দ  অবধূত  ও বিদ্যালয়ের  অধ্যক্ষ আচার্য কল্পনাথানন্দ  অবধূত সমাজের সর্বস্তরে আনন্দমার্গের  আদর্শ শিক্ষা বিস্তারের পরিকল্পনার ওপর বক্তব্য রেখে  এই স্কুলটির  সামগ্রিক উন্নতিকল্পে  স্থানীয় জনসাধারণের  সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানান৷ বিদ্যালয়ের অভিভাবকবৃন্দও আনন্দমার্গের শিক্ষার ব্যাপারে সর্বপ্রকার  সাহায্য ও সহযোগিতার আশ্বাস দেন৷