১৯শে এপ্রিল পূর্ব মেদিনীপুরে রামনগর রাও উচ্চবিদ্যালয়ে যোগ সাধনার ওপর একটি মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সবাই উপস্থিত ছিলেন৷ সভার শুরুতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী কালীপদ ধাড়া তাঁর স্বাগত ভাষণে আজকের দিনে যোগের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা বলেন৷ এরপর আনন্দমার্গ প্রচারক সংঘের পূর্ব মেদিনীপুর ভুক্তির ভুক্তিপ্রধান শ্রী মানস কালসার বক্তব্য রাখেন৷ তিনি যোগের দ্বারা কীভাবে চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা যায় ও মনঃসংযোগ আয়ত্ত করা যায় তা ব্যাখ্যা করেন৷ এরপর আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত যোগাসন ও যোগ সাধনার কথা বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে বলেন বলেন---আজকের জড় বিজ্ঞানের দুর্বার গতির সঙ্গে সমানতালে মানুষের লোভও ক্ষুধানল বৃদ্ধির ফলে সভ্যতার সংকট দেখা দিয়েছে৷ সমাজে এক দুর্বিসহ পরিবেশ তৈরী হয়েছে৷ বিজ্ঞানের গতিরোধ করে নয়, যোগ সাধনা তথা আধ্যাত্মিক অনুশীলনের দ্বারাই সভ্যতার এই সংকট থেকে পরিত্রাণ পাওয়া যাবে৷ মানুষের সংযমী জীবন যাপনের জন্য যোগাসন ও যোগ সাধনার অনুশীলন একান্ত প্রয়োজন৷ সভার শেষে কাঁথির ডিট. এস. আচার্য শুভব্রত ব্রহ্মচারী কয়েকজন ছাত্রকে যোগাসন অনুশীলনের পদ্ধতি শিখিয়ে দেন৷ সভাটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহঃ শিক্ষক শ্রী বিদ্যাসাগর মাহাত৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়